Jisshu Sengupta: কলকাতায় ‘খাদান’-এর শুটিং করতে এসে কেন নিজের বাড়িতে যেতে পারেননি যিশু?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Aug 29, 2024 | 9:24 PM

গত কয়েক মাসে টলিপাড়ার বিচ্ছেদ, ব্রেক-আপ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। ইন্ডাস্ট্রির তথাকথিত 'হ্যাপি কাপল' হিসাবে পরিচিত ছিলেন যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত। তাঁদের ২০ বছরের দাম্পত্য ভাঙার খবর নিয়ে আলোচনা কম হয়নি। তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দু'পক্ষই।

Jisshu Sengupta: কলকাতায় খাদান-এর শুটিং করতে এসে কেন নিজের বাড়িতে যেতে পারেননি যিশু?

Follow Us

গত কয়েক মাসে টলিপাড়ার বিচ্ছেদ, ব্রেক-আপ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। ইন্ডাস্ট্রির তথাকথিত ‘হ্যাপি কাপল’ হিসাবে পরিচিত ছিলেন যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত। তাঁদের ২০ বছরের দাম্পত্য ভাঙার খবর নিয়ে আলোচনা কম হয়নি। তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দু’পক্ষই। এত আলোচনার মাঝেই বৃহস্পতিবার প্রকাশ্যে এল দেব অভিনীত ‘খাদান’ ছবির টিজার। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন যিশু। সাদা ধুতি সেই সঙ্গে সাদা পাঞ্জাবী। এই লুকে প্রকাশ্যে এলেন অভিনেতা। এক দিকে যেমন টিজারে দেবকে দেখে অনেকেই তাঁদের পুরনো নায়ককে খুঁজে পেয়েছেন। কিন্তু যিশুকে দেখে আবারও আলোচনায় উঠে এসেছে তাঁর ব্যক্তিগত জীবন।

শোনা যাচ্ছে, ‘খাদান’ ছবির শুটিং করতে যখন কলকাতায় এসেছিলেন যিশু তখন থেকেই নাকি ঝামেলার সূত্রপাত। এই ছবির শুটিংয়ের সময় নিজের বাড়িতে গিয়ে থাকতে পারেননি নায়ক। বাইপাস সংলগ্ন একটি হোটেলে থেকেই শুটিং সারেন অভিনেতা। যদিও সবটাই আলোচনা সাপেক্ষ। কারণ, এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও কথা বলেননি যিশু বা নীলাঞ্জনার কেউই। তবে খাদান ছবির টিজার প্রকাশ্যে আসার পর আবার যিশুকে নিয়ে সমালোচনা শুরু। কেউ লিখছেন,”২০ বছরের দাম্পত্য কী ভাবে ভাঙতে পারলেন যিশু?” না কোনও উত্তর আসেনি।

তবে এ দিন নীলা়ঞ্জনা তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট ভাগ করে নেন। এই দিনেই নিজের ২১ বছর বয়সে ফিরে গেলেন অভিনেত্রী তথা প্রযোজক। এদিন কিলিয়ন মার্ফির একটি সাক্ষাৎকার ভাগ করে নিয়েছেন নীলাঞ্জনা। সেই ভিডিয়োয় অভিনেতাকে বলতে শোনা যায়, “২১ বছরে ফিরে গেলে মাথার আগে মনকে এগিয়ে রাখব।” খানিকটা সম্মতি প্রকাশ করেই যেন নীলাঞ্জনা লেখেন, ‘‘মাথা নয়, মনই সব।” উল্লেখ্য, শোনা যাচ্ছে নিজের আপ্তসহায়ক শিনাল সুর্তির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নায়ক। এই ঘটনা জানাজানি হওয়ার পর নীলাঞ্জনা নাকি নিজেদের ব্যবসাও আলাদা করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আইনি পথ বেছে নিয়েছেন নীলাঞ্জনা।

Next Article