AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘রোজা’ ছবির মধুকে মনে আছে, জানেন আজ তিনি কীভাবে দিন কাটান?

Madhoo Actress: মধু-- পুরো নাম মধুবালা রঘুনাথ মালিনী। জন্মেছিলেন ১৯৬৯ সালের ২৬ মার্চ। সেই অনুযায়ী তাঁর বয়স আজ প্রায় ৫৫। হিন্দি তামিল, তেলুগু, কন্নড় ছবিতে কাজ করেছেন বহু। তবে তাঁর অভিনীত 'রোজা' ছবি নিয়ে চর্চা চলে আজও।

'রোজা' ছবির মধুকে মনে আছে, জানেন আজ তিনি কীভাবে দিন কাটান?
জানেন আজ তিনি কীভাবে দিন কাটান?
| Updated on: Aug 04, 2024 | 7:02 PM
Share

মধু– পুরো নাম মধুবালা রঘুনাথ মালিনী। জন্মেছিলেন ১৯৬৯ সালের ২৬ মার্চ। সেই অনুযায়ী তাঁর বয়স আজ প্রায় ৫৫। হিন্দি তামিল, তেলুগু, কন্নড় ছবিতে কাজ করেছেন বহু। তবে তাঁর অভিনীত ‘রোজা’ ছবি নিয়ে চর্চা চলে আজও। কোথায় সেই মধু? কী করেন আজ? বছর ৩২ আগে মুক্তি প্রাপ্ত রোজা ছবির সেই ঢলঢলে মুখের মিষ্টি মেয়েটিকে এখন দেখেছেন?

ভক্তরা মজা করে বলেন মধু নাকি আদপে ‘ভ্যাম্পায়ার’– তাঁর নাকি বয়সই বাড়ে না। ৫৫ ছুঁলেও আজও তাঁকে দেখতে লাগে বছর ত্রিশ। তাঁকে শেষ দেখা গিয়েছে কঙ্গনা রানাওয়াত অভিনীত হিন্দি ছবি ‘থালাইভি’তে। যদিও তামিল, তেলুগু ভাষায় বহু সিরিজ-ছবিতে আজও কাজ করছেন তিনি। ১৯৯৯ সালে আনন্দ শাহকে বিয়ে করেন মধু। এক ফটোশুটের মাধ্যমে দু’জনের দেখা হয়েছিল। দুই মেয়ে আছে মধুর। নাম আমায়া ও কিয়া। তাঁরাও এখন বড় হয়ে গিয়েছেন। মধুর স্বামী জয় মেহতার তুতো ভাই। এই জয় মেহতা আবার জুহি চাওলার স্বামী। জুহি ও মধু আদপে দুই জা হন।

বলিউডে মধুর ডেবিউ হয় অজয় দেবগণের ছবি ‘ফুল অউর কাঁটে’র মধ্যে দিয়ে। তাঁকে বলিউডি দুনিয়ায় নিয়ে এসেছিলেন অ্যাকশন ডিরেক্টর ভিরু দেবগণ, সম্পর্কে যিনি ছিলেন অজয় দেবগণের বাবা। ভিরু ছিলেন বলিউডের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর। ছেলের ডেবিউ, এক মিষ্টি মুখের মেয়ের খোঁজ করছিলেন তিনি। মধুকেই মনে ধরেছিলে ভিরুর। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি মধুকে। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। এত বছর পার হয়ে গিয়েছে আজও মধুর জনপ্রিয়তা কিন্তু দক্ষিণী ছবির দুনিয়ায় এতটুকু কমেনি। ইনস্টাগ্রামেও তিনি বেশ সক্রিয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে আপডেট করছেন প্রতিটি মুহূর্তে।