কন্যা সন্তানের বাবা হলেন কিঞ্জল নন্দ, দ্বিতীয় সন্তানের জন্মে কী বললেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ?
লক্ষ্মীবারে তাঁর ঘরে লক্ষ্মী আসায়, এই খুশি যেন আরও দ্বিগুণ। কিঞ্জল জানালেন, মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। সকাল সকাল মেয়ের মুখও দেখেছেন তিনি।

তিনি অভিনেতা। তিনি চিকিৎসক। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ। কিঞ্জল নন্দ। ৭ আগস্ট, বৃহস্পতিবার দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন তিনি। কিঞ্জলের ঘরে এল ফুটফুটে কন্যাসন্তান। স্বাভাবিকভাবেই খুশি অভিনেতা।
দ্বিতীয়বার বাবা হয়ে দারুণ খুশি কিঞ্জল। লক্ষ্মীবারে তাঁর ঘরে লক্ষ্মী আসায়, এই খুশি যেন আরও দ্বিগুণ। কিঞ্জল জানালেন, মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। সকাল সকাল মেয়ের মুখও দেখেছেন তিনি। সঙ্গে কিঞ্জল জানিয়েছেন, দ্বিতীয়বার বাবা হয়ে দায়িত্বটা যেন ডবল হয়ে গেল। তাঁর এখন একটাই লক্ষ্য, দুই কন্যা সন্তানকে সমানভাবে, সমানযত্নে বড় করা। সঙ্গে আত্মরক্ষার পাঠও দেওয়াকে তাঁর গুরুদায়িত্ব মনে করেন কিঞ্জল।
২০২৪ সাল, ৯ আগস্ট। এই কলকাতা শহর সাক্ষী ছিল অমানবিক তিলোত্তমার কাণ্ডের। সেই ঘটনার বিরুদ্ধে মুখর হয়েছিলেন চিকিৎসক কিঞ্জল নন্দ। এগিয়ে এসেছিলেন আন্দোলনের মুখ হয়ে। আগামীকাল সেই ঘটনা একবছরে পা দেবে। তিলোত্তমার বিচার এখনও অধরা। ঠিক তারই আগে কিঞ্জলের ঘরে এল কন্যাসন্তান।
