রণবীর সিংয়ের কপাল খারাপ, এবার ‘ডন থ্রি’ ছাড়লেন বিক্রান্ত?
বলিউডে তিন খানের পর অজয় দেবগণ বা অক্ষয় কুমার বক্স অফিসে সাফল্য দেখেছেন। পরবর্তী প্রজন্মের কে এক নম্বর জায়গায় আসবেন, তা নিয়ে ছিল প্রশ্ন। এই নিরিখে সবচেয়ে বেশি প্রতিযোগিতা চলেছে রণবীর কাপুর আর রণবীর সিংয়ের মধ্যে। কিন্তু 'ব্রহ্মাস্ত্র' আর 'অ্যানিম্যাল'-এর পর থেকেই মনে হচ্ছে রণবীর কাপুর এগিয়ে গিয়েছেন।

বলিউডে তিন খানের পর অজয় দেবগণ বা অক্ষয় কুমার বক্স অফিসে সাফল্য দেখেছেন। পরবর্তী প্রজন্মের কে এক নম্বর জায়গায় আসবেন, তা নিয়ে ছিল প্রশ্ন। এই নিরিখে সবচেয়ে বেশি প্রতিযোগিতা চলেছে রণবীর কাপুর আর রণবীর সিংয়ের মধ্যে। কিন্তু ‘ব্রহ্মাস্ত্র’ আর ‘অ্যানিম্যাল’-এর পর থেকেই মনে হচ্ছে রণবীর কাপুর এগিয়ে গিয়েছেন। রণবীর কাপুরের হাতে রয়েছে সঞ্জয় লীলা বনশালীর ছবি। কিন্তু রণবীর সিংয়ের হাতে তেমন ছবি নেই। রণবীর সিংয়ের অন্যতম বড় ভরসা ‘ডন থ্রি’।
এই ছবির গুরুত্বই আলাদা। অমিতাভ বচ্চন আর শাহরুখ খান হয়েছেন এই ফ্র্যাঞ্চাইজির প্রধান মুখ। শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার রসায়ন বহু বছর ধরে চর্চিত হবে ‘ডন টু’ ছবির জন্যই। সেই ফ্র্যাঞ্চাইজি শাহরুখ খান ছেড়ে দেওয়ার পর রণবীর সিংয়ের কাছে এসেছে। কিন্তু কবে যে শুরু হবে ছবিটার শুটিং, তা আর বোঝা যাচ্ছে না। রণবীর সিংয়ের বিপরীতে এই ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন বিক্রান্ত ম্যাসি, সেটা চূড়ান্ত হয়েছিল। সেই পরিকল্পনা নিয়ে সকলে এগোচ্ছিলেন। হঠাত্ বিক্রান্ত বেঁকে বসেছেন বলে খবর ছড়িয়ে পড়েছে বলিউডে।
চরিত্র শুনে বিক্রান্তের নাকি মনে হয়েছে, তাঁর চরিত্রের যথেষ্ট গুরুত্ব নেই। এদিকে সদ্য মুক্তি পেয়েছে বিক্রান্তের যে ছবিটা, সেটা মুখ থুবড়ে পড়েছে। তবে এই বিষয়ে ‘ডন থ্রি’-র নির্মাতাদের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। এখন আদিত্য রায় কাপুর বা বিজয় দেবেরাকোণ্ডার কথা নাকি ভাবা হচ্ছে এই চরিত্র করার জন্য। তার মানে কবে ছবির শুটিং হবে, তা এখনই ঠিক করা সম্ভব নয়।
