‘লোকেরা যদি পছন্দ করে ভুল…’ ফোঁস করে উঠলেন ডোনা

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Sep 24, 2024 | 10:01 AM

Dona Ganguly: গত এক মাসে ডোনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। নেপথ্য়ে তাঁর বেফাঁস মন্তব্য। আরজি কর কাণ্ড প্রসঙ্গে তিনি যা যা মন্তব্য করেছেন তা নিয়েই আলোচনা হয়েছে প্রচুর। তাই সমাজমাধ্যমের পাতয় সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। ডোনার মন্তব্যের জন্য নাকি বিদেশেও তাঁর শো বাতিল হয়েছে।

লোকেরা যদি পছন্দ করে ভুল... ফোঁস করে উঠলেন ডোনা

Follow Us

গত এক মাসে ডোনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। নেপথ্য়ে তাঁর বেফাঁস মন্তব্য। আরজি কর কাণ্ড প্রসঙ্গে তিনি যা যা মন্তব্য করেছেন তা নিয়েই আলোচনা হয়েছে প্রচুর। তাই সমাজমাধ্যমের পাতয় সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। ডোনার মন্তব্যের জন্য নাকি বিদেশেও তাঁর শো বাতিল হয়েছে। এত সব বিতর্কে কখনও চুপ থাকেননি তিনি। বার বারই নিজের মতামত প্রকাশ করেছেন। তাঁর এই শো বাতিল হওয়া নিয়ে এবার মুখ খুললেন ডোনা।

কড়া ভাষায় সব কটাক্ষের উত্তর দিয়েছেন তিনি। কয়েক দিন আগে কলকাতাতেই একটি শো করেছেন ‘দুর্গতিনাশিনী’। সেখানেই তাঁর শো বাতিল হওয়া নিয়ে মুখ খুললেন ডোনা। তিনি বললেন, “পুজোর সময়ে কে কালচারাল প্রোগ্রাম (সাংস্কৃতিক অনুষ্ঠান) বাদ দেবে, কে নতুন জামা পরবে না, এটা তো নিজস্ব চয়েজ। লোকেরা যদি পছন্দ করে ভুল কথা বলতে, আমার সত্যিই কিছু করার নেই। কটা প্রোগ্রাম অবশ্যই ক্যানসেল হয়েছে। তবে তার মানে এই নয় যে, সব ক্যানসেল হয়ে গিয়েছে।”

চলতি বছরে ইউকে-তে শো হওয়ার কথা ছিল। কিন্তু এই আরজি কর ঘটনার পর তাঁর এই অনুষ্ঠান দেখতে একেবারেই নারাজ প্রবাসী বাঙালিরা। ৯ অগস্ট আরজি করের ঘটনা ঘটার পর ডোনা বলেছিলেন,”রেপ-টেপ সব জায়গায়তেই হয়। কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? বাংলার সব মানুষরা প্রতিবাদ করছে এটা একটা বিরাট ব্যাপার। আমাদের গর্ব যে সব মানুষ প্রতিবাদ করছেন। আজ আমরা তাসের দেশ করছি। এটাও একটা রবীন্দ্রনাথের প্রতিবাদের সুর। আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাবে। এত দিন মনটা খুব দু:খিত ছিল এখন ভরা অডিটোরিয়াম দেখে মনটা খুব আনন্দিত।” এই ঘটনার পরই সোচ্চার হয়ে উঠেছিলেন সবাই। এমনকি বিরোধিতা করেছেন প্রবাসীরা। তাই বাতিল হয়ে গেল ডোনার বিদেশের শো। ফেসবুকের মাধ্য়মে জানানো হয়েছে।

Next Article