e মুখে গোলাপ নিয়ে নাচ! অভিমানী ক্যাটরিনার মন জয় করেছিলেন সলমন, তারপর... - Bengali News | Drunk salman khan danced for katrina kaif with a rose in his mouth after a fight - TV9 Bangla News
AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মুখে গোলাপ নিয়ে নাচ! অভিমানী ক্যাটরিনার মন জয় করেছিলেন সলমন, তারপর…

সেদিন ক্যাটরিনা তাঁর বন্ধুদের নিয়ে বাইরের একটি টেবিলে বসেছিলেন। অন্যদিকে সলমন তাঁর দুই ভাইয়ের সঙ্গে বার কাউন্টারে বসে ড্রিঙ্ক করছিলেন। এডি-র কথায়, "আমরা বুঝতে পারছিলাম যে তাঁদের মধ্যে একটা বিশাল ঝগড়া চলছে। কিন্তু রাত বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সলমন একটা অদ্ভুত কাণ্ড করলেন।

মুখে গোলাপ নিয়ে নাচ! অভিমানী ক্যাটরিনার মন জয় করেছিলেন সলমন, তারপর...
| Updated on: Jan 31, 2026 | 5:19 PM
Share

সল্লু-ক্যাটরিনা রসায়ন নিয়ে গুঞ্জনের শেষ নেই। দীর্ঘ সময় তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন। যদিও সেই সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতি পায়নি, তবে তাঁদের মধ্যেকার বন্ধুত্বের অটুট বাঁধন আজও অটুট। সম্প্রতি এক সাক্ষাৎকারে এডি সিং জানিয়েছেন, কীভাবে এক রাতে প্রকাশ্য রেস্তোরাঁতেই ঝগড়া মিটিয়েছিলেন এই তারকা জুটি।

এডি সিং জানান, দিনটি ছিল তাঁদের রেস্তোরাঁ ‘অলিভ’-এর শুরুর দিকের। সেদিন ক্যাটরিনা তাঁর বন্ধুদের নিয়ে বাইরের একটি টেবিলে বসেছিলেন। অন্যদিকে সলমন তাঁর দুই ভাইয়ের সঙ্গে বার কাউন্টারে বসে ড্রিঙ্ক করছিলেন। এডি-র কথায়, “আমরা বুঝতে পারছিলাম যে তাঁদের মধ্যে একটা বিশাল ঝগড়া চলছে। কিন্তু রাত বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সলমন একটা অদ্ভুত কাণ্ড করলেন। তিনি মুখে একটি গোলাপ ফুল নিয়ে নাচতে নাচতে ক্যাটরিনার টেবিলের পাশ দিয়ে বারবার যাচ্ছিলেন। এই দৃশ্যটা এতটাই মিষ্টি ছিল যে ক্যাটরিনা আর নিজের হাসি চেপে রাখতে পারেননি। শেষ পর্যন্ত সেই ঝগড়া মিটে যায় এবং তাঁরা আবার কাছাকাছি আসেন।”

২০০৫ সালে ‘ম্যায়নে প্যায়ার কিউঁ কিয়া?’ ছবির শুটিংয়ের সময় থেকেই তাঁদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। তখন ক্যাটরিনা ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরির লড়াই করছেন, আর সলমন মহাতারকা। ক্যাটরিনার কেরিয়ার গুছিয়ে দিতে সালমানের ভূমিকা অনস্বীকার্য বলেই মনে করেন অনেকে। তবে নব্বই দশকের শেষের দিকে ব্যক্তিত্বের সংঘাত এবং কেরিয়ারের চাপের কারণে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।

বলিউডে বিচ্ছেদের পর যেখানে মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়, সেখানে সলমন ও ক্যাটরিনা এক অনন্য উদাহরণ। বিচ্ছেদের পরও তাঁরা ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’ বা ‘ভারত’-এর মতো ব্লকবাস্টার ছবিতে কাজ করেছেন। একে অপরের প্রতি সম্মান এবং পেশাদারিত্ব বজায় রাখার এই ক্ষমতা তাঁদের সম্পর্ককে ইন্ডাস্ট্রির অন্যান্য জুটির থেকে আলাদা করে রেখেছে। ক্যাটরিনা এখন ভিকি কৌশলের ঘরণী, কিন্তু সলমনের সঙ্গে তাঁর সেই পুরনো বন্ধুত্বপূর্ণ সমীকরণ আজও অনুরাগীদের নস্টালজিক করে তোলে।