নয়ের দশকের ছেলেপুলেদের কাছে তিনি ‘রক’ নামেই পরিচিত। পরে অবশ্য বড় হওয়ার পর তাঁরা জানতে পারে না, সে নাম শুধু রেস্টলিং মানে কুস্তি খেলাতে নিজেকে নিজে দিয়েছিলেন ডোয়েন জনসন। একটি ভ্রু উপরে তুলে এক আজব কায়দায় তাকানো, তারপর প্রতিপক্ষকে চ্যাংদোলা করে সে কী এলোপাথাড়ি ঝাড়পিট!
আরও পড়ুন জুন মাসে ক্রিকেট ব্যাট হাতে মাঠে নামবেন ‘রণবীর’ দেব!
সেই ‘রক’ মানে ডোয়েন জনসন এখন হলিউডের বড় নাম। ২০২১ সালে নিঃশ্বাস ফেলার জো নেই তাঁর। একের পর এক শুটিং নিয়ে ব্যস্ত জনসন। ডিসি কমিকসের ‘ব্ল্যাক অ্যাডাম’ সুপারভিলেনের চরিত্রে অভিনয় করতে চলেছেন জনসন। এবং সেই কারণে জিমে সময় কাটছে তাঁর। শারীরিক অনুশীলনে মজেছেন জনসন। এত বড় মাপের চরিত্রের প্রস্তুতি ঠিক কেমন ভাবে করছেন তিনি তারও এক ভিডিও শেয়ার করেছেন নিজের ইনস্টা হ্যান্ডেলে। শুধু তাই নয়, ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করে জনসন তার ‘ব্ল্যাক অ্যাডাম’-এর প্রশিক্ষণ ও তার রুচিশীলতা সম্পর্কিত ভক্তদের প্রশ্নের উত্তরও দিয়েছেন।
অভিনেতা বলেন, যে তিনি কঠোর পরিশ্রম করছেন এবং বেশ কিছু সিক্রেটও শেয়ার করেছেন ফ্যানেদের সঙ্গে। সেলফি ভিডিওতে তিনি লিখেছেন, “# ব্ল্যাক অ্যাডামের অনুশীলন এবং রুটিন সম্পর্কে জানতে চেয়ে প্রচুর প্রশ্ন এসেছে। শক্তি বৃদ্ধি, কন্ডিশনিং, ডায়েট এবং ব্যালেন্স নিয়ে চরিত্রটি করার জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম করছি। আমার কেরিয়ারের এক নতুন আকৃতি এবং মাত্রা বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি। আপনাদের সঙ্গে অভ্যন্তরীন বিষয়গুলো শেয়ার করতে পেরে আনন্দিত,’
জনসন বলেন তিনি সকালে খালি পেটে কার্ডিও এক্সারসাইজ দিয়ে দিন শুরু করেন। এবং তারপরে, তিনি দুপুরে বা পরে রাত অথবা মধ্যরাতে প্রশিক্ষণ শুরু করেন।
ফিল্ম ফ্রন্টে, ডোয়েন জনসনকে ‘জুমানজি ২ : দ্য নেক্সট লেভেল’-এ দেখা গিয়েছিল। পাইপলাইনে তাঁর ‘জঙ্গল ক্রুজ’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৯’, নেটফ্লিক্স-এর ‘রেড নোটিস’, ‘স্যান অ্যান্ড্রিয়াস-২’, ‘ব্ল্যাক অ্যাডাম’ এবং আরও বেশ কিছু ছবি রয়েছে যা এখনও মুক্তির অপেক্ষায় দিন গুনছে।