গৌতম ঘোষকে নিয়ে তৈরি তথ্যচিত্রের জন্য সেরা সম্পাদনার জাতীয় পুরস্কার পেলেন বাংলার ছেলে নীলাদ্রি রায়
পরিচালক গৌতম ঘোষের সিনেমা জীবন নিয়ে তৈরি 'মুভিং ফোকাস' তথ্যচিত্রের জন্য সেরা সম্পাদনার জাতীয় সম্মান পেলেন নীলাদ্রি। তথ্যচিত্রটি পরিচালনা করেছেন সিজার দাস।

বাংলার ঘরে এবার দু-দুটো জাতীয় পুরস্কার। একটি সেরা বাংলা ছবির জন্য পুরস্কার পেল পরিচালক অর্জুন দত্তর ডিপ ফ্রিজ, অন্যটি তথ্যচিত্র বিভাগে সেরা সম্পাদনার জাতীয় পুরস্কার ছিনিয়ে নিলেন নীলাদ্রি রায়। পরিচালক গৌতম ঘোষের সিনেমা জীবন নিয়ে তৈরি ‘মুভিং ফোকাস’ তথ্যচিত্রের জন্য সেরা সম্পাদনার জাতীয় সম্মান পেলেন নীলাদ্রি। তথ্যচিত্রটি পরিচালনা করেছেন সিজার দাস।
জাতীয় পুরস্কার পাওয়ার পর TV9 বাংলা ডিজিটালকে নীলাদ্রি জানান, ”জাতীয় পুরস্কার পেয়ে সত্যিই খুব ভাল লাগছে। এটা খুব বড় সম্মান। মুভিং ফোকাস একটি তথ্যচিত্র যা তৈরি হয়েছে, গৌতম ঘোষের সিনেমা যাপনকে নিয়ে। এটাকে অন্য়ান্য বায়োপিকের মতো বলা যাবে না। আসলে, এখানে গৌতমদার সিনেমা তৈরির গল্পকেই তুলে ধরা হয়েছে। তাঁর সিনেজীবন অনেক দীর্ঘ। সিনেম্যাটোগ্রাফার থেকে পরিচালনা। অ্যানালগ ক্য়ামেরা থেকে সেই সাদা-কালো ইমেজের সময়। এমনকী, আধুনিক ডিজিটাল সময়ও তিনি ছবি তৈরি করছেন। আর এই সবেতেই তাঁর স্বতন্ত্রতা ফুটে উঠেছে। চলচ্চিত্র জগতে এতটা ভার্সেটাইল সিনে কেরিয়ার কোনও পরিচালকেরই প্রায় নেই। গৌতমদার এই দীর্ঘযাত্রাকেই ক্যামেরাবন্দি করা হয়েছে এই তথ্যচিত্রে। ”
নীলাদ্রি আরও জানান, ”আসলে গৌতমদার সঙ্গে বহুদিন ধরে কাজ করছি। ওনাকে খুবই কাছ থেকে দেখেছি। ছবি সম্পাদনার সময় এগুলো খুব কাজে দিয়েছে। আর সেই ছবির জন্যই জাতীয় পুরস্কার পেয়েছি। সেটাও খুব বড় সম্মান। গৌতমদাও খুবই খুশি। উনিও আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। আমার মনে হয়, গৌতমদাকে নিয়ে এমন কাজ হওয়াটা খুবই প্রয়োজন ছিল।”
