গত কয়েক মাস ধরে অগোচরে এক গৃহহীন মানুষকে ঘরে ফেরানোর চেষ্টায় ছিলেন পরিচালক ফারহান আখতার (Farhan Akhtar)। বারাণসী নিবাসী দিব্যাংশু উপাধ্যায় ( সচিব, হোপ ওয়েলফেয়ার ট্রাস্ট, স্বেচ্ছাসেবী সংস্থা) ফারহানের জনসেবামূলক কাজটিকে সামনে আনেন। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করে দিব্যাংশু লেখেন, ‘ধন্যবাদ, ফারহান আখতার আমাদের আবেদন রাখা এবং গৃহহীন পুরোহিতের বাড়ি নির্মাণে যাবতীয় দায়িত্ব নেওয়ার জন্য। আমরা অবাক হয়ে গিয়েছি এটা দেখে এতগুলো মাস ধরে আপনি বাড়ি তৈরীর নিয়মিত খবারাখবর নিয়ে গেছেন। এবারের শীতে আর তাঁদের বাইরে ঘুমোতে হবে না।’
আরও পড়ুন হৃতিককে পাল্লা দিতে অমিতাভজির সঙ্গে লুকিয়ে ‘বোলে চুড়িঁয়া’র রিহার্সাল করেছি: শাহরুখ
During #COVID19, women and girls are using the internet more than ever to stay connected with the world. @FarOutAkhtar, UN Women’s Regional Goodwill Ambassador for South Asia and founder of @MardOfficial, shares important information on ending cyberviolence against women ?? pic.twitter.com/I5p0pxhGNv
— UN Women AsiaPacific (@unwomenasia) November 26, 2020
৩৪ সেকেন্ডসের এই ভিডিওতে পুরোহিতের বাড়ির শোচনীয় পরিস্থিতির সব ছবি থেকে তাঁর নতুন তৈরি হওয়া বাড়ির ছবিও রয়েছে। ভিডিও কলে তিনি সরাসরি কথাও বলেছেন ফারহানের সঙ্গে, তার স্ক্রিনশটও রয়েছে ভিডিওতে। শুরু এবং শেষের অংশে লেখা রয়েছে, ‘ফারহান আখতার স্যর, সমর্থন এবং সাহায্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি না থাকলে আমরা এটা করতে পারতাম না।’
Thank you @FarOutAkhtar sir for listening to our appeal for a homeless Shiv Mandir Pujari and taking full responsibility to build his home.
We are amazed to see your dedication past many months for regular updates of construction. The family won’t sleep outside in cold anymore. pic.twitter.com/J1R5Kav45d— Divyanshu Upadhyay (@divyanshu_hope) December 10, 2020
বিগত কয়েক মাস ধরে কাউকে কিছু না জানিয়েই এ উদ্যোগের পাশে থেকেছেন ফারহান আখতার। এখনও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি, ফারহানের ভক্তকূল অবশ্য তাঁর এই উদারতার দিকও ভালভাবে জানে।