জিমে ওয়ার্কআউটের মাঝে তুমুল নাচ সারা আলি খানের: দেখুন ভিডিও

শুভঙ্কর চক্রবর্তী |

Dec 14, 2020 | 4:48 PM

‘কুলি নং ১’ (১৯৯৫) ফিল্মের গান ‘জেঠ কি দোপেহরি’তে দারুণ পারফর্ম করলেন সারা। আর ভিডিওর ক্যাপশানে লেখেন, ‘সুনেহরি দুপেহরি’।

Follow Us

জিমে ওয়ার্ক আউট করছিলেন নায়িকা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তুমুল কোমর দোলালেন তাঁর ট্রেনারের সঙ্গে। সারা আলি খান (Sara ali Khan) সম্প্রতি নিজের এরকমই এক ভিডিও পোস্ট করেছেন তাঁর ইনস্টা হ্যান্ডেলে।

‘কুলি নং ১’ (১৯৯৫) ফিল্মের গান ‘জেঠ কি দোপেহরি’তে দারুণ পারফর্ম করলেন সারা। আর ভিডিওর ক্যাপশানে লেখেন, ‘সুনেহরি দুপেহরি’।

আরও পড়ুন বাড়ির শোচনীয় পরিস্থিতি, পুরোহিতকে পুননির্মাণের খরচ দিলেন ফারহান আখতার

নয়ের দশকের সুপারহিট এই গানটি গেয়েছিলেন কুমার শানু এবং পূর্ণিমা। আর ছবিতে গানে নেচেছিলেন গোবিন্দা এবং করিশ্মা কাপুর। সম্প্রতি সারার নতুন ছবি ‘কুলি নম্বর-১’ এ বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করছেন তিনি। পুরনো ছবির রিমেকে, কমেডি এবং অন্যদিকে রোম্যান্স- এই দুইয়ের মেলবন্ধন রয়েছে বরুণ, সারার কেমিস্ট্রিতে।

 

 

সারার ওই ভিডিয়ো দেখা, তাঁর অনুরাগীরা তো বটেই, বলিউডের তাবড় তাবড় লোকজন কমেন্ট করতে শুরু করেন।  যার মধ্যে ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা। মণীশ লেখেন, ‘বলিউড ডান্সিং ইন দ্য জিম’।

কমেন্ট করেছেন ‘কুলি নম্বর-১’-এ সারার সহঅভিনেতা বরুণ ধাওয়ান। তিনি লেখেন, “আমার ওই লোকটাকে ভাল লেগেছে যিনি তোমার পিছনে ওয়ার্ক আউট করছেন।” রণবীর সিংও কমেন্ট করেন সারার ভিডিওতে, তিনি লেখেন, “কোনও শব্দ নেই।”

 

‘কুলি নং ১’-তে অভিনয়ে রয়েছেন বরুণ ধাওয়ান, সারা আলি খান, পরেশ রাওয়াল, জনি লিভার প্রমুখ। ইতিমধ্যেই সাড়া ফেলেছে কুলি নং -১ এর ট্রেলার। চলতি মাসের বড় দিনে অ্যামাজন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ডেভিড ধাওয়ান পরিচালিত ‘কুলি নং -১’।

‘কুলি নং ১’ ছাড়াও অক্ষয় কুমার এবং ধনুশ অভিনীত ‘অতরঙ্গি রে’ ছবিতে অভিনয় করছেন সারা আলি খান।

জিমে ওয়ার্ক আউট করছিলেন নায়িকা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তুমুল কোমর দোলালেন তাঁর ট্রেনারের সঙ্গে। সারা আলি খান (Sara ali Khan) সম্প্রতি নিজের এরকমই এক ভিডিও পোস্ট করেছেন তাঁর ইনস্টা হ্যান্ডেলে।

‘কুলি নং ১’ (১৯৯৫) ফিল্মের গান ‘জেঠ কি দোপেহরি’তে দারুণ পারফর্ম করলেন সারা। আর ভিডিওর ক্যাপশানে লেখেন, ‘সুনেহরি দুপেহরি’।

আরও পড়ুন বাড়ির শোচনীয় পরিস্থিতি, পুরোহিতকে পুননির্মাণের খরচ দিলেন ফারহান আখতার

নয়ের দশকের সুপারহিট এই গানটি গেয়েছিলেন কুমার শানু এবং পূর্ণিমা। আর ছবিতে গানে নেচেছিলেন গোবিন্দা এবং করিশ্মা কাপুর। সম্প্রতি সারার নতুন ছবি ‘কুলি নম্বর-১’ এ বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করছেন তিনি। পুরনো ছবির রিমেকে, কমেডি এবং অন্যদিকে রোম্যান্স- এই দুইয়ের মেলবন্ধন রয়েছে বরুণ, সারার কেমিস্ট্রিতে।

 

 

সারার ওই ভিডিয়ো দেখা, তাঁর অনুরাগীরা তো বটেই, বলিউডের তাবড় তাবড় লোকজন কমেন্ট করতে শুরু করেন।  যার মধ্যে ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা। মণীশ লেখেন, ‘বলিউড ডান্সিং ইন দ্য জিম’।

কমেন্ট করেছেন ‘কুলি নম্বর-১’-এ সারার সহঅভিনেতা বরুণ ধাওয়ান। তিনি লেখেন, “আমার ওই লোকটাকে ভাল লেগেছে যিনি তোমার পিছনে ওয়ার্ক আউট করছেন।” রণবীর সিংও কমেন্ট করেন সারার ভিডিওতে, তিনি লেখেন, “কোনও শব্দ নেই।”

 

‘কুলি নং ১’-তে অভিনয়ে রয়েছেন বরুণ ধাওয়ান, সারা আলি খান, পরেশ রাওয়াল, জনি লিভার প্রমুখ। ইতিমধ্যেই সাড়া ফেলেছে কুলি নং -১ এর ট্রেলার। চলতি মাসের বড় দিনে অ্যামাজন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ডেভিড ধাওয়ান পরিচালিত ‘কুলি নং -১’।

‘কুলি নং ১’ ছাড়াও অক্ষয় কুমার এবং ধনুশ অভিনীত ‘অতরঙ্গি রে’ ছবিতে অভিনয় করছেন সারা আলি খান।

Next Article