বাড়ির শোচনীয় পরিস্থিতি, পুরোহিতকে পুননির্মাণের খরচ দিলেন ফারহান আখতার

বিগত কয়েক মাস ধরে এ উদ্যোগের পাশে থেকেছেন ফারহন আখতার, এবং ফারহান আখতার কাউকে কিছু না জানিয়ে। এখনও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি, ফারহানের ভক্তকূল অবশ্য তাঁর এই উদারতার দিকও ভালভাবে জানে।

বাড়ির শোচনীয় পরিস্থিতি, পুরোহিতকে পুননির্মাণের খরচ দিলেন ফারহান আখতার
ফারহান আখতার কিছু দিন আগেই খবরে উঠে আসে তাঁর নাম। লোকচক্ষুর আড়ালে এক গৃহহীন মানুষকে ঘরে ফেরানোর চেষ্টায় ছিলেন পরিচালক ফারহান আখতার। বিগত কয়েক মাস ধরে কাউকে কিছু না জানিয়েই এক গৃহহীন পুরোহিতের বাড়ি নির্মাণে যাবতীয় দায়িত্ব নিচ্ছিলেন তিনি। অবশেষে পুরোহিত নতুন বাড়িতেও ফেরেন। লকডাউনের সময় ফারহান ১০০০ পিপিই কিট দেশের সরকারি হাসপাতালে পৌঁছে দিয়েছেন। সেলিব্রিটি প্ল্যাটফর্ম ‘শাউটআউট’-এর সঙ্গে যুক্ত হয়ে পিপিই কিট কেনার জন্য টাকাও সংগ্রহ করেন।
Follow Us:
| Updated on: Dec 29, 2020 | 9:45 PM

গত কয়েক মাস ধরে অগোচরে এক গৃহহীন মানুষকে ঘরে ফেরানোর চেষ্টায় ছিলেন পরিচালক ফারহান আখতার (Farhan Akhtar)। বারাণসী নিবাসী দিব্যাংশু উপাধ্যায় ( সচিব, হোপ ওয়েলফেয়ার ট্রাস্ট, স্বেচ্ছাসেবী সংস্থা) ফারহানের জনসেবামূলক কাজটিকে সামনে আনেন। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করে দিব্যাংশু লেখেন, ‘ধন্যবাদ, ফারহান আখতার আমাদের আবেদন রাখা এবং গৃহহীন পুরোহিতের বাড়ি নির্মাণে যাবতীয় দায়িত্ব নেওয়ার জন্য। আমরা অবাক হয়ে গিয়েছি এটা দেখে এতগুলো মাস ধরে আপনি বাড়ি তৈরীর নিয়মিত খবারাখবর  নিয়ে গেছেন। এবারের শীতে আর তাঁদের বাইরে ঘুমোতে হবে না।’

আরও পড়ুন হৃতিককে পাল্লা দিতে অমিতাভজির সঙ্গে লুকিয়ে ‘বোলে চুড়িঁয়া’র রিহার্সাল করেছি: শাহরুখ

৩৪ সেকেন্ডসের এই ভিডিওতে পুরোহিতের বাড়ির শোচনীয় পরিস্থিতির সব ছবি থেকে তাঁর নতুন তৈরি হওয়া বাড়ির ছবিও রয়েছে। ভিডিও কলে তিনি সরাসরি কথাও বলেছেন ফারহানের সঙ্গে, তার স্ক্রিনশটও রয়েছে ভিডিওতে। শুরু এবং শেষের অংশে লেখা রয়েছে, ‘ফারহান আখতার স্যর, সমর্থন এবং সাহায্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি না থাকলে আমরা এটা করতে পারতাম না।’

বিগত কয়েক মাস ধরে কাউকে কিছু না জানিয়েই এ উদ্যোগের পাশে থেকেছেন ফারহান আখতার। এখনও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি, ফারহানের ভক্তকূল অবশ্য তাঁর এই উদারতার দিকও ভালভাবে জানে।