হৃতিককে পাল্লা দিতে অমিতাভজির সঙ্গে লুকিয়ে ‘বোলে চুড়িঁয়া’র রিহার্সাল করেছি: শাহরুখ

অমিতজি আমায় জিজ্ঞেস করলেন, 'স্যরজি, আপনি দেখছেন হৃতিক কত রিহার্সাল করছে, আপনার কী মনে হয় আমাদেরও রিহার্সাল করা উচিৎ?’

হৃতিককে পাল্লা দিতে অমিতাভজির সঙ্গে লুকিয়ে ‘বোলে চুড়িঁয়া’র রিহার্সাল করেছি: শাহরুখ
অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, কাজল, শাহরুখ খান, হৃতিক রোশন, করিনা কাপুর কে ছিলেন না এই ছবিতে।
Follow Us:
| Updated on: Dec 14, 2020 | 2:31 PM

সম্প্রতি কিং খানের ছবি বক্সঅফিসে বিশেষ সাড়া ফেলতে পারেনি। কিন্তু এটা মানতে হবে শাহরুখের ফিল্মি কেরিয়ারের ট্র্যাক রেকর্ড কিন্তু মন্দ নয়। ৬০টি অভিনীত ছবির মধ্যে ১৪টি নয় ব্লকবাস্টার নয় সুপারডুপার হিট!

ব্লকবাস্টার ছবি মধ্যে অন্যতম ছবি করণ জোহরের মাল্টিস্টারার ‘কভি খুশি কভি গম’। ঠিক ১৯ বছর আগে আজকের তারিখে রিলিজ হয়েছিল ‘কেথ্রিজি’। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, কাজল, শাহরুখ খান, হৃতিক রোশন, করিনা কাপুর কে ছিলেন না সেই ছবিতে। এখনও কিং খানের হেলিকপ্টার থেকে নেমে অনট্রি সিকোয়েনস কিংবা ফিল্মের গান মনে পড়লেই, নস্টালজিক হয়ে পড়েন দর্শক।

আরও পড়ুন ক্রিসমাস ট্রি-তে ঘর সাজাচ্ছেন মিরা, শাহিদ ধরছেন ‘ব্যাট’

 

এক অডিও শো তে শাহরুখ বলেন, “এরকম অনসম্ববল কাস্টিংয়ের অংশ হতে পেরে সে সময়ে দারুণ লেগেছিল। কাজলকে আমি আগে থেকে চিনতাম কিন্তু অমিতজি, জয়া আন্টি, হৃতিক, করিনার সঙ্গে কাজ করা দারুণ ছিল।“
শুটিং সেটের মুহূর্ত নিয়ে শাহরুখ বলেন, “করণ (জোহর) এতটাই অভিভূত হয়ে পড়েছিল, যে সেটেই অজ্ঞান হয়ে যায়” সেই শো-তেই উপস্থিত ছিলেন করণ জোহর নিজে, তিনি বলেন, “আমি ভীষণ নার্ভাস ছিলাম কারণ আমি অমিতাভ বচ্চনকে ডিরেক্ট করছিলাম, তার মধ্যে আমার লুজ মোশনও চলছিল।”

 

K3G

শাহরুখ-কাজল

‘বোলে চুড়িঁয়া’ গানের শুটিংয়ের সময় হওয়া এক মজাদার ঘটনার কথাও বলেন কিং খান। ‘বোলে চুড়িঁয়া’ গানটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল কারণ ছ’জন মুখ্য চরিত্র সিকোয়েন্সে ছিলেন। এসআরকে বলেন, “অমিতজি ‘বোলে চুড়িঁয়া’ শুটিংয়ের সময় আমাকে এসে বলেন, ‘স্যরজি, আপনি দেখছেন হৃতিক কত রিহার্সাল করছে, আপনার কী মনে হয় আমাদেরও রিহার্সাল করা উচিৎ?’

 

 

আমি তখন বলি, রিহার্সাল করা তো উচিৎ কারণ এই স্টেপটা একটু ঝামেলার আছে। তখন একটা ছোট্ট হাসি দিয়ে উনি বললেন, ‘আমি যতই রিহার্সাল করে নিই না কেন, ওর (হৃতিক) মতো আর হবে না! তা আমরা করব, নাকি করব না?’ তখন আমি তাঁকে বলি আমরা এক সাইডে গিয়ে রিহার্সাল করি। তারপর আমরা চুপিচুপি রিহার্সাল করছিলাম যেন ডুগ্গুর (হৃতিকের ডাকনাম) সঙ্গে পাল্লা দিতে পারি। আপনারা যদি খুব ভাল করে দেখেন, তাহলে বুঝবেন যে ডুগ্গু যা স্টেপ করছিল, তার সঙ্গে আমার এবং বচ্চন সাহাবের স্টেপ কিন্তু একেবারে মেলে না।“

নিচে রইল বোলে চুড়িঁয়া’ গানের লিঙ্ক।