BSF: ভারতের জমিতে রাস্তা হচ্ছে, তাতেও বাধা দিচ্ছে BGB! কী চাইছে বাংলাদেশ!

BSF: কিছুটা হলেও আতঙ্কে রয়েছেন ভারতীয় গ্রামবাসীরা। যদিও ঘটনার পর থেকে ওই এলাকায় বিএসএফ-এর নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে এলাকায় উত্তেজনা থাকায় শনিবার সকালে ওই এলাকা পরিদর্শনে যান বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী।

BSF: ভারতের জমিতে রাস্তা হচ্ছে, তাতেও বাধা দিচ্ছে BGB! কী চাইছে বাংলাদেশ!
ফের সীমান্তে সংঘাতImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 11, 2025 | 12:25 PM

বালুরঘাট: ভারতের জমি, ভারতের সীমান্ত। সেই জায়গায় কাঁটাতার দেবে বিএসএফ। তাতেও ঘোর আপত্তি বাংলাদেশের! আবারও বাধা দিচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি (BSB)। কাঁটাতার লাগানো ও রাস্তার কাজ শুরু করতেই তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল বিজিবি-র বিরুদ্ধে। এতেই বিএসএফ ও বিজিবির মধ্যে ফের কথা কাটাকাটি হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের শিবরামপুরে।

কয়েকদিন আগেই মালদহে সীমান্তের কাছে বিএসএফ ও বিজিবির মধ্যে সংঘাতের ছবি সামনে আসে। ইতিমধ্যেই বিজিবি-র বাড়বাড়ন্ত আটকাতে সীমান্তে বিশেষ যন্ত্র বসানোর কাজও শুরু করেছে বিএসএফ। তার মধ্যে ফের সংঘাতের খবর।

শিবরামপুর এলাকায় কয়েক’শ মিটার উন্মুক্ত রয়েছে। সেখানে কোনওরকম কাঁটাতার নেই। এদিকে এই উন্মুক্ত সীমান্তের ওপারে একটি ভারতীয় গ্রাম রয়েছে। দিন দুয়েক আগে সেই গ্রামটি সহ উন্মুক্ত এলাকা কাঁটাতার দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে বিএসএফ। তার কাজও শুরু হয়েছিল। কাজ শুরু হতেই তা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। বিজিবি-র দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া ওখানে কোনওরকম ভাবে কাঁটাতার দেওয়া যাবে না। এই নিয়ে সীমান্তে চাপা উত্তেজনাও ছড়িয়েছে।

কিছুটা হলেও আতঙ্কে রয়েছেন ভারতীয় গ্রামবাসীরা। যদিও ঘটনার পর থেকে ওই এলাকায় বিএসএফ-এর নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে এলাকায় উত্তেজনা থাকায় শনিবার সকালে ওই এলাকা পরিদর্শনে যান বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী। আগামী ২০ তারিখ শিবরামপুরে বিজিবি ও বিএসএফ-এর বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানেই কাঁটাতার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। শুধুমাত্র শিবরামপুর নয় কুমারগঞ্জের দাউদপুর এলাকাতেও একই রকম সীমান্তে কাঁটাতার দিতে গেলে বাধা দেয় বিজিবি। সেখানেও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।