মাথায় মুকুট পরে আইবুড়ো ভাত শ্বেতার, মেনু রইল কোন-কোন পদ?

Sweta Wedding: প্রথম দিকে নিজেদের সম্পর্ক আড়ালে রাখলেও পরে তাঁরা প্রকাশ্যে নিজেদের ভালবাসার কথা স্বীকার করেন। এখন তাঁদের বিয়ে নিয়ে শুধু টলিপাড়া নয়, ভক্তদের মধ্যেও উত্তেজনার অন্ত নেই।

মাথায় মুকুট পরে আইবুড়ো ভাত শ্বেতার, মেনু রইল কোন-কোন পদ?
Follow Us:
| Updated on: Jan 11, 2025 | 12:31 PM

টলিউডের আকাশে আবারও বিয়ের সানাই। আগামী ১৯ জানুয়ারি গাঁটছড়া বাঁধতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য ও অভিনেতা রুবেল দাস। বিয়ের আগে আইবুড়োভাতের আনন্দে মেতে এই জুটি। গত কয়েক দিন ধরে বিভিন্ন জায়গায় শ্বেতা ও রুবেলের জন্য আয়োজিত হয়েছে আইবুড়োভাত। এরই মধ্যে তাঁদের ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে-এর সেটে আয়োজন করা হয় শ্বেতার জন্য বিশেষ আইবুড়োভাত।

এই অনুষ্ঠানের প্ল্যানে ছিলেন ধারাবাহিকের নায়ক রণজয় বিষ্ণু ও সদ্য ধারাবাহিকে যোগ দেওয়া অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়। অনুরাধা জানান, আইবুড়োভাতের জন্য জমকালো মেনু তৈরি করা হয়েছিল, যাতে ছিল পোলাও, সাদা ভাত, ডাল, আলুভাজা, চিংড়ি মালাইকারি, পাঁঠার মাংস, ভেটকি পাতুরি, চাটনি, পাঁপড় এবং মিষ্টি। খাবারগুলি রেস্তোরাঁ থেকে আনা হয়েছিল।

শুধু খাবারই নয়, শ্বেতার জন্য ছিল বিশেষ সাজের আয়োজন। তাঁকে নববধূর মতো করে সাজিয়ে দেওয়া হয় কনের মুকুট ও ফুলের মালায়। এই সুন্দর আয়োজন দেখে শ্বেতা ভীষণ খুশি।

এই ধারাবাহিকের সবাই একসঙ্গে বিয়েতে যাওয়ার পরিকল্পনাও করেছেন। শ্বেতা ও রুবেলের প্রেমকাহিনি শুরু হয়েছিল যমুনা ঢাকি-র সেটে। প্রথম দিকে নিজেদের সম্পর্ক আড়ালে রাখলেও পরে তাঁরা প্রকাশ্যে নিজেদের ভালবাসার কথা স্বীকার করেন। এখন তাঁদের বিয়ে নিয়ে শুধু টলিপাড়া নয়, ভক্তদের মধ্যেও উত্তেজনার অন্ত নেই। শ্বেতা ও রুবেলের জীবনের এই নতুন অধ্যায়ের জন্য শুভেচ্ছা জানাতে মুখিয়ে আছেন সকলেই।