বচ্চন পরিবারের অন্দরে হত এইসব! জয়া-অমিতাভের সম্পর্ক নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস
Relationship Gossip: সম্পর্ককে একাধিক ঝড়ের মুখে পড়তে হয়। কখনও সামনে এসেছে পরকিয়ার খবর, কখনও আবার পারিবারিক অশান্তি। যদিও বচ্চন পরিবারের অন্দরমহলের কোনও সমীকরণই কখনই খবরের শিরোনামে জায়গা করতে পারেনি।

৫০ বছর পেড়িয়েছে সম্পর্ক। জয়া বচ্চন ও অমিতাভ বচ্চন, একে অন্যকে ভালবেসে সংসার পেতেছিলেন। সম্পর্কের শুরুতে জয়া প্রতিটা পদে পদে থেকেছেন অমিতাভ বচ্চনের পাশে। তাঁর বিশ্বাস ছিল, একটা সময় অমিতাভ বচ্চন অনেক বড় স্টার হবে। হয়েছেনও তাই। যদিও সে সম্ভাবনা জয়ার থাকলেও তিনি একটা সময় পর পর্দা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। নিজের দুই সন্তান ও সংসার নিয়ে তিনি সুখেই দিন কাটাতেন। যদিও সম্পর্ককে একাধিক ঝড়ের মুখে পড়তে হয়। কখনও সামনে এসেছে পরকিয়ার খবর, কখনও আবার পারিবারিক অশান্তি। যদিও বচ্চন পরিবারের অন্দরমহলের কোনও সমীকরণই কখনই খবরের শিরোনামে জায়গা করতে পারেনি।
সম্প্রতি অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের মধ্যে থাকা সম্পর্ক নিয়ে নানা জনের নানা মত খবরের শিরোনামে জায়গা করে নিচ্ছে। শোনা যাচ্ছে তাঁরা বর্তমানে আর একসঙ্গে নেই। এক দীর্ঘ পথচলা এই জুটি নাকি আলাদাই থাকছেন। যদিও এই খবরের সত্যতা নিয়ে এখনও সন্দেহ বর্তমান। কারণ জুটির কেউই এই প্রসঙ্গে মুখ খোলেননি। তারই মাঝে এবার চর্চায় জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের মধ্যে সম্পর্ক।
শোনা যায় একবার রেখাকে বাড়িতে ডেকে জয়া বচ্চন বলেছিলেন, আমার সংসার আছে, সন্তান আছে, সমাজে অমিতাভের একটা সম্মান রয়েছে, এটা থাকতে দাও…। সেই মানুষের সঙ্গে অমিতাভের বচসা? সম্প্রতি এক সাক্ষাৎকারে ফরিদা জালাল এই প্রসঙ্গে মুখ খোলেন। তিনি জানান, অমিতাভ ও জয়ার সম্পর্কের সাক্ষী তিনি তাঁদের বিয়ের আগে থেকেই। আর তখন থেকেই তাঁরা আর পাঁচটা জুটির মতোই ঝগড়া করতেন। আমি কখনও কখনও সাক্ষীও থেকেছি। তবে তা খুব বেশিদূর গড়াতে দিতেন না কেউই। মান-অভিমান
