Subhash Ghai Health Update: ICU-তে সুভাষ ঘাই, কেমন আছেন এখন পরিচালক?
Subhash Ghai: বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলের তত্ত্বাবধানে রয়েছেন পরিচালক। যার মধ্যে রয়েছেন কার্ডিওলজিস্ট ডাক্তার নীতিন গোখলে, স্নায়ু বিশেষজ্ঞ ডাক্তার বিজয় চৌধুরী এবং পালমোনোলজিস্ট ডাক্তার জলিল পার্কারের মতো ডাক্তারেরা তালিকায় রয়েছেন।
অসুস্থ পরিচালক সুভাষ ঘাই। বুধবার রাত থেকেই শরীরের অবস্থা ভাল ছিল না। ৭৯ বছর বয়সী পরিচালক বুধবার বেশ কিছু শারীরিক সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হন। শনিবার রাতে খবর মেলে তিনি ICU-তে। দুর্বলতা, শ্বাসকষ্ট এবং মাথা ঘোরার সমস্যা দেখা দেওয়ায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসায় সাড়া দিচ্ছেন পরিচালক বলেই হাসপাতাল সূত্রে খবর। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলের তত্ত্বাবধানে রয়েছেন পরিচালক। যার মধ্যে রয়েছেন কার্ডিওলজিস্ট ডাক্তার নীতিন গোখলে, স্নায়ু বিশেষজ্ঞ ডাক্তার বিজয় চৌধুরী এবং পালমোনোলজিস্ট ডাক্তার জলিল পার্কারের মতো ডাক্তারেরা তালিকায় রয়েছেন।
ইতিমধ্যেই বেশ কিছু টেস্টও করানো হয়েছে পরিচালকের। সুভাষ ঘাইয়ের ব্রেনের সিটি এঞ্জিওগ্রাম, চেস্ট ও অ্যাবডোমেনের নানা পরীক্ষা করানো হয়েছে। সোমবার,ৎ ৯ ডিসেম্বর তাঁর পিইটি-সিটি স্ক্যাম নামের একটি স্বাস্থ্য পরীক্ষা করার কথা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর Ischemic Heart Disease-এ আক্রান্ত পরিচালক সুভাষ ঘাই। পাশাপাশি সম্প্রতিতে তাঁর হাইপোথাইরয়ডিজমও ধরা পড়েছে।
তবে ডাক্তারদের অনুমান দ্রুতই তাঁকে ICU থেকে সাধারণ বেডে দিয়ে দেওয়া হবে। তবে সোমবারের আগে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না বলেই হাসপাতাল সূত্রে খবর। তবে পরিচালক এখন বিপদ মুক্তি। চিন্তার কোনও কারণ নেই বলেই জানানো হচ্ছে। বার্ধক্য জনিত কারণে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। আচমকাই বাড়াবাড়ি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।