একের পর এক খুন হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রির সফল শিল্পীদের মৃত্যু খবর উঠে আসছে শিরোনামে। কে এই আততায়ী?
প্রয়াত প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম ওয়েব সিরিজ ‘নেক্সট’-এ ফুটে উঠবে এমনই এক রোমহর্ষক গল্পে। সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন সন্দীপ সরকার। সাসপেন্স-থ্রিলারের মিশেলে ওয়েব সিরিজে সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়াও রয়েছেন সব্যসাচী চক্রবর্তী, চন্দন সেন, বাদশা মৈত্র, বিশ্বজিৎ চক্রবর্তী, ভাস্বর চট্টোপাধ্যায়, সুমন বন্দ্যোপাধ্যায়, সমদর্শী দত্ত, মধুমিতা সরকার প্রমুখ। প্রবীন এবং নবীন এই দুই প্রজন্মের দাপুটে অভিনেতাদের দেখা যাবে সিরিজে। ‘ক্লিক’ নামক এক বাংলা ওটিটি প্ল্যাটফর্মে।
প্রয়াত অভিনতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে ওয়েব সিরিজ পরিচালনার করার কথা ছিল রুদ্রনীল ঘোষেরও। প্রায় সবকিছু ঠিকই ছিল। সিরিজের নাম ছিল ‘গঙ্গা’। তবে সৌমিত্রবাবুর অকাল প্রয়াণে সব বদলে যায়। তবে রুদ্রনীল বলেন, “সৌমিত্রবাবুর মৃত্যুতে আমি ভীষণ আশাহত হয়ে পড়ি, জানি না সেই চরিত্রে কাকে নেওয়া যেতে পারে। তবে পরিস্থিতি অস্থির। সব সামলে উঠলে সবকিছু নিয়ে ভাবা যাবে।”
আরও পড়ুন- ভালবাসা- বন্ধুত্ব- শান্তি যার মধ্যে খুঁজে পেয়েছি সে তুমিই: রাজ
একের পর এক খুন হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রির সফল শিল্পীদের মৃত্যু খবর উঠে আসছে শিরোনামে। কে এই আততায়ী?
প্রয়াত প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম ওয়েব সিরিজ ‘নেক্সট’-এ ফুটে উঠবে এমনই এক রোমহর্ষক গল্পে। সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন সন্দীপ সরকার। সাসপেন্স-থ্রিলারের মিশেলে ওয়েব সিরিজে সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়াও রয়েছেন সব্যসাচী চক্রবর্তী, চন্দন সেন, বাদশা মৈত্র, বিশ্বজিৎ চক্রবর্তী, ভাস্বর চট্টোপাধ্যায়, সুমন বন্দ্যোপাধ্যায়, সমদর্শী দত্ত, মধুমিতা সরকার প্রমুখ। প্রবীন এবং নবীন এই দুই প্রজন্মের দাপুটে অভিনেতাদের দেখা যাবে সিরিজে। ‘ক্লিক’ নামক এক বাংলা ওটিটি প্ল্যাটফর্মে।
প্রয়াত অভিনতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে ওয়েব সিরিজ পরিচালনার করার কথা ছিল রুদ্রনীল ঘোষেরও। প্রায় সবকিছু ঠিকই ছিল। সিরিজের নাম ছিল ‘গঙ্গা’। তবে সৌমিত্রবাবুর অকাল প্রয়াণে সব বদলে যায়। তবে রুদ্রনীল বলেন, “সৌমিত্রবাবুর মৃত্যুতে আমি ভীষণ আশাহত হয়ে পড়ি, জানি না সেই চরিত্রে কাকে নেওয়া যেতে পারে। তবে পরিস্থিতি অস্থির। সব সামলে উঠলে সবকিছু নিয়ে ভাবা যাবে।”
আরও পড়ুন- ভালবাসা- বন্ধুত্ব- শান্তি যার মধ্যে খুঁজে পেয়েছি সে তুমিই: রাজ