দুঃসময়ের ফিসচপের দোকান,নতুন কাজ আসলেও রেখে দেবেন অভিনেতা দেবতনু?
সিনেমা, সিরিয়াল বা সিরিজে কাজ না থাকা, আবার কোন কোন ক্ষেত্রে কাজ না পাওয়ার কারণেই হয়তো অভিনেতা, পরিচালকদের বিকল্প আর্থিক সংস্থানের কথা মাথায় রাখতে হচ্ছে।

অভিনেতা দেবতনু এই মুহূর্তে খবরে তাঁর ওটিটি সিরিজ ‘জয়সলমির জমজমাট ‘ নিয়ে। পরিচালক রিঙ্গোর হাত ধরেই আবার নতুন সিরিজে দেখা যাচ্ছে অভিনেতা দেবতনুকে। দুহাজার কুড়ি সাল থেকে অভিনয় করছেন টলিপাড়ায়। ইতিমধ্যেই তিনটি ছবি করেছেন, ডক্টর বক্সী, অপরাজিতা, শুভ মহরত। এছাড়াও কাটাকুটি সিরিজ ও জিফাইভের একটি সিরিজ করেছেন। তবে এতকিছুর পরও টলিপাড়ার কাজের অনিশ্চয়তা থেকে একটি ফিস চপের দোকান করেন অভিনেতা, বেশকিছুমাস অভিনয়ে ছিলেন না দেবতনু, তবে সম্প্রতি আবার জয়সলমির জমজমাট সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। TV9বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা বললেন, “একটা ক্রাইসিস এর সময়ে আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিতে অনিশ্চয়তার ভরা ,কাজ সেই ভাবে হচ্ছেনা, তাই আমি মনে করি অভিনয়ের পাশাপাশি একটা অন্য রোজগারের ব্যবস্থা থাকা দরকার। সেখান থেকেই একটি ছোট্ট দোকান দিয়ে শুরু করি, অবশ্যই এখন এই দোকান এখন ফ্রেঞ্চ পরিনত হয়েছে। তবে আমার অসময়ে যে আমার আশা যুগিয়েছে, তাকে ছাড়েন, যতই অভিনয়ের কাজ আসুক। ” টলিপাড়ায় সেইমত কোন পরিচিতি ছাড়াই কাজ করেছেন । তবে টলিপাড়ায় কি ফেভারিটিজম রয়েছে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই অভিনেতা বলেন, ” টলিপাড়ায় অবশ্যই ফেভারিটজম রয়েছে , এটা অস্বীকার করার যায়গা নেই। তবে এটাও ঠিক অনেক কম সময়ে কাজ করতে হয় এখানে, তাই পরিচালক ও অভিনেতাদের মধ্যে বোঝাপড়া ভাল থাকা দরকার। আর এই কারণেই পরিচালক প্রযোজকরা নিজেদের পরিচিত বলয়ে কাজ করা পছন্দ করেন। অনেক নিশ্চিন্ত বোধ করেন। ”
সিনেমা, সিরিয়াল বা সিরিজে কাজ না থাকা, আবার কোন কোন ক্ষেত্রে কাজ না পাওয়ার কারণেই হয়তো অভিনেতা পরিচালকদের বিকল্প আর্থিক সংস্থানের কথা মাথায় রেখতে হচ্ছে। কেউ খাবারের দোকান করছেন বা অন্য ব্যবসা করছেন। তবে দেবতনু তাঁর ফিস চপের দোকান নিয়ে গর্বিত। তিনি জানিয়েছেন, শুধু অভিনয় নয় আগামী দিনে হয়তো প্রযোজনাতেও দেখা যাবে তাঁকে।
