কোয়েলের জন্য ঝামেলায় পড়তে হয় জিতকে,নায়িকার কোন ভুলের মাশুল দিতে হয় নায়ককে?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 19, 2024 | 2:46 PM

তাঁকে মিষ্টি হিসাবেই জানেন সবাই। প্রায় ২২ বছরের ফিল্মি কেরিয়ার তাঁর। বাধ্য, মিষ্টি মেয়ে হিসাবেই তাঁর পরিচয়। তিনি হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে তিনি। বাবার মতো তাঁরও একটা লম্বা ফিল্মি কেরিয়ার। জিতের সঙ্গে সফল জুটি হিসাবে বহু বহু ছবি করেছেন নায়িকা।

কোয়েলের জন্য ঝামেলায় পড়তে হয় জিতকে,নায়িকার কোন ভুলের মাশুল দিতে হয় নায়ককে?

Follow Us

তাঁকে মিষ্টি হিসাবেই জানেন সবাই। প্রায় ২২ বছরের ফিল্মি কেরিয়ার তাঁর। বাধ্য, মিষ্টি মেয়ে হিসাবেই তাঁর পরিচয়। তিনি হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে তিনি। বাবার মতো তাঁরও একটা লম্বা ফিল্মি কেরিয়ার। জিতের সঙ্গে সফল জুটি হিসাবে বহু বহু ছবি করেছেন নায়িকা। বর্তমানে ছবির পরিমাণ একটু কমিয়ে দিলেও। তাঁকে নিয়ে দর্শক মনে কৌতূহলের শেষ নেই। সবাই জানেন, কোয়েলের মতো ভাল মেয়ে আর একটাও হতে পারে না। কিন্তু জানেন কি তাঁর একটা বড় বদভ্যাস আছে। সে কথা নিজেই ফাঁস করেন নায়িকা। কী সেই অভ্যাস। অনেক দিন আগে এক সাক্ষাত্‍কারে সে কথা বলেছিলেন নায়িকা। তাঁর এই বদ গুণের জন্য অনেক সময় সমস্যাতেও পড়তে হয়েছে তাঁকে। কী সেই অভ্যাস? অভিনেত্রী বলেন, “আমার একটা বাজে গুণ আছে।

সেটা হল হাসতে শুরু করলে আমি আর থামি না। একবার আমার জন্য জিত্‍-কে বকুনিও খেতে হয়েছিল পরিচালকের কাছে। একটা দৃশ্যে আমি ক্যামেরার দিকে পিছন করে বসে জিতকে খাইয়ে দিচ্ছি। আর ক্যামেরার লেন্স নায়কের দিকে তাক করা। খাওয়াতে গিয়ে আমার খুব হাসি পাচ্ছে, হেসেই যাচ্ছি। আর আমার মুখ দেখে হেসে ফেলছে জিত্‍-ও। আমি তো পিছন ঘুরে বসে তাই কেউ আমায় দেখতে পাচ্ছিল না। ওকে হাসতে দেখে তাই খুব বকুনি দিয়েছিলেন পরিচালক।” এ কথা বলতে বলতে নিজে আবারও হেসে ফেলেন কোয়েল।

উল্লেখ্য, সদ্য কন্যা সন্তানের মা হয়েছেন কোয়েল। ২০২৪-এ দুর্গাপুজোর ঠিক আগেই দিয়েছিলেন সুখবর। দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি। নিসপাল সিং রানে ও কোয়েলের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। তবে থেকেই অপেক্ষায় দিন গুনছিলেন সকলে। ১৪ ডিসেম্বর, শনিবার তাঁর কোল আলো করে কন্যা সন্তানের জন্ম হয়। এদিন সকালেই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। ২০২০ সালের এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী। জুটির কোলে এসেছিল পুত্র সন্তান, কবীর। কবীরের বয়স এখন সাড়ে চার বছর। আবারও পরিবার পরিকল্পনা করেছিলেন তাঁরা। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পথেই হাঁটাতে দেখা যায় কোয়েলকে। পুত্র সন্তান খানিক বড় হতেই দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন তাঁরা। দেবীপক্ষেই দিয়েছিলেন সুখবর।

Next Article