কঙ্গনা বলেছিলেন ‘করণের পোষ্য’, আন্দোলনকারী কৃষকদের জন্য কোটি টাকা খরচ দিলজিতের, যোগ দিলেন বিক্ষোভে

Dec 05, 2020 | 10:23 PM

কৃষকদের মাঝেই বসে পড়লেন রাস্তার উপর।

কঙ্গনা বলেছিলেন করণের পোষ্য, আন্দোলনকারী কৃষকদের জন্য কোটি টাকা খরচ দিলজিতের, যোগ দিলেন বিক্ষোভে
কৃষকদের মাঝে দিলজিৎ।

Follow Us

প্রতিবাদ আগেই করেছিলেন। এ বার কৃষি সংস্কার বিল নিয়ে প্রতিবাদী কৃষকদের অর্থ দিয়ে সাহায্য করলেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ । নয়া কৃষি আইন নিয়ে দিল্লির রাস্তায় আন্দোলনরত পঞ্জাব এবং হরিয়ানার কৃষকদের শীতবস্ত্র কেনার জন্য দিলেন এক কোটি টাকা দিলেন তিনি। পঞ্জাবি গায়ক সিংগা’র ইনস্টাস্টোরি থেকে জানা যাচ্ছে এমনটাই। সিংগা লেখেন, চুপিসারেই এই কাজ করতে চেয়েছিলেন দিলজিৎ। জানাজানি হোক চাননি। যোগ করেন, “অনেক ধন্যবাদ দিলজিৎ”।

শুধু অর্থপ্রদানই নয়, পাশে আছি বার্তা দিতে দিল্লিতে কৃষকদের মধ্যে আন্দোলনের মঞ্চেও পৌঁছে গেলেন তিনি। যোগ দিলেন বিক্ষোভে। কৃষকদের মাঝেই বসে পড়লেন রাস্তার উপর।


বেশ কিছু দিন ধরেই খবরের শিরোনামে দিলজিৎ। কৃষি সংস্কার বিল নিয়ে কঙ্গনা রানাউত এবং দিলজিৎ দোসাঞ্জের মধ্যেকার টুইট তরজা অব্যাহত। কখনও দিলজিৎকে ‘কর্ণ জোহরের পোষ্য’ বলে কঙ্গনার কটাক্ষ আবার কখনও বা কঙ্গনাকে কড়া ভাষায় বিঁধেছেন দিলজিৎ।


ঘটনার সূত্রপাত বিশেষ এক টুইট থেকে। কৃষি বিল নিয়ে যে প্রতিবাদ হচ্ছে কঙ্গনা দাবি করেন, তাতে যোগ দিয়েছেন শাহিনবাগের আন্দোলনকারী দাদি বিলকিস। পাল্টা উত্তরে দিলজিৎ দাবি করেন ভাইরাল হওয়া বৃদ্ধা মোটেই বিলকিস নন। তাঁর নাম মহিন্দর কৌর। এর পরেই দিলজিৎকে করণ জোহরের ‘পালতু’ বলে উল্লেখ করেন কঙ্গনা। থামেননি দিলজিৎও। কঙ্গনাকে ‘তুই’ সম্বোধন করে তিনি লেখেন, “‘তার মানে তুই যাঁদের যাঁদের সঙ্গে কাজ করেছিস, তাঁদের সকলের পোষ্য তুই? তাহলে তো তোর মালিকের তালিকা বিশাল লম্বা। মনে রাখ এটা বলিউড না। এটা পঞ্জাব। এখানে মিথ্যে কথা বলে মানুষের ইমোশন নিয়ে খেলা যায় না।”


কঙ্গনা যে এই কথার পর ছেড়ে দেবেন না, তা আন্দাজ করাই যায়। পাল্টা দিলজিৎকে তুইতোকারি করে তিনি লেখেন, “যাদের তুই পা চাটিস আমি তাঁদের যোগ্য জবাব দিই”। যদিও পঞ্জাবের অধিকাংশ শিল্পী পাশে দাঁড়িয়েছেন দিলজিতের।

Next Article