বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস। এরই মধ্যে স্বামী জইদ দরবারের বিরুদ্ধে অভিযোগ আনলেন গওহর খান। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে বললেন, ‘জইদ খুব বোরিং’। পাশপাশি নিজের সম্পর্কে তাঁর মূল্যায়ন তিনি ‘ক্রেজি’।
সম্প্রতি জইদের সঙ্গে একটি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী। সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে গওহরের পাশে গভীর ঘুমে আচ্ছন্ন জইদ। অন্যদিকে গওহর নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন জইদের ঘুম ভাঙানোর। জইদ একবার কষ্ট করে তাকালেও পরমুহূর্তেই বিরক্ত হয়ে আবারও ঘুমিয়ে পড়ছেন। ব্যর্থ মনোরথ হয়ে গওহরের উপলব্ধি তাঁর স্বামী ভীষণই বোরিং।
আরও পড়ুন- ‘জাগরণ’-এ গান গাইছেন নেহা-সোনু, ভাইরাল তাঁদের ‘স্ট্রাগল পিরিয়ড’-এর ভিডিয়ো
ক্যাপশনেও সে কথা লিখেছেন গওহর । লিখেছেন, “জইদ খুব বোরিং। ওর কাছে ওর ঘুম এতটাই মুল্যবান যে আমাকে এটি করতেই হতো।” পাশাপাশি অনুরাগীদের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, “যদি তুমি বিবাহিত হও তবে তোমার পার্টনারের কোন জিনিসটি তাঁর নিজের জন্যই সমস্যার সৃষ্টি করে।? ”
গত বছর ডিসেম্বরে নিকাহ করেন গওহর এবং জইদ দরবার। জইদ সম্পর্কে সুরকার ইসমাইল দরবারের ছেলে। জইদ বয়সে গওহরের থেকে প্রায় দশ বছরের ছোট। যদিও বয়স তাঁদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়নি কখনও। বরং আরও মজবুত হয়েছে সম্পর্ক। জইদ-গওহরের বিয়েতে উপস্থিত ছিলেন পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী এবং মনীশ মলহোত্রর মতো বলিস্টারেরা।