কলকাতায় অক্ষয়ের চাকরি যে সিনেমা হলের কাছে, সেটি খুলছে!

বন্ধ হয়ে যাওয়া 'গ্লোব' সিনেমা হল দরজা খুলছে, এমনই ঘোষণা শহরের এক ব্যবসায়ীর। নিউ মার্কেট চত্বরে এই সিনেমা হলে এক সময় কাজ করতেন অক্ষয় কুমার। সেই সিনেমা হলে আবার দর্শকরা আসবেন? প্রশ্ন ঘুরছে টলিপাড়ায়।

কলকাতায় অক্ষয়ের চাকরি যে সিনেমা হলের কাছে, সেটি খুলছে!
Follow Us:
| Edited By: | Updated on: Sep 21, 2024 | 4:32 PM

দরজা খুলছে বিখ্যাত ‘গ্লোব’ সিনেমার। নিউ মার্কেট চত্বরের এই সিনেমা হল ঘিরে টলিউড-বলিউডের তারকারা নস্টালজিয়ায় ভোগেন। ‘রক্ষা বন্ধন’ ছবির প্রচারে শহরে এসে অক্ষয় কুমার জানিয়েছিলেন আশির দশকে তিনি এই সিনেমা হলের কাছে দু’ বছর কাজ করেছেন। এখন ভাবলে অবাক লাগে যে, নিউ মার্কেটের এক সিনেমা হলের পাশে ট্রাভেল এজেন্সিতে কাজ করে অক্ষয় নাকি টাকা রোজগার করতেন। হলিউডের ছবি দেখার জন্য এখানে চিরকাল ভিড় করেছেন তাবড় তারকারা। তবে শহরে সিনেমা হলে দর্শকের সংখ্যা কমতে শুরু করেছে গত দশ বছর ধরেই।

শহরের যে চত্বর বেশ কয়েকটা সিনেমা হলে গমগম করত, সেখানে এখন টিকে আছে ‘মেট্রো’ সিনেমা। আবার ‘রক্সি’ বা ‘প্য়ারাডাইস’-এর মতো সিনেমা হলের দরজা বন্ধ হয়ে গিয়েছে। প্রতিদিনই সিনেমা হল বন্ধ হওয়ার খবর আসে। তবে শহরের এক ব্যবসায়ী সমাজ মাধ্য়মে ঘোষণা করেছেন যে বন্ধ হয়ে যাওয়া ‘গ্লোব’ নিয়ে ভোল পালটে আবার সেখানে সিনেমা দেখানো শুরু হবে। শহরের প্রযোজক-পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেল, তাঁরা চাইছেন দুর্গাপুজোর আগেই এই সিনেমা হলের দরজা খুলে যাক। দুর্গাপুজোর মরশুমে বাঙালির ছবি দেখার চল শুরু হয়েছে গত এক দশকের বেশি সময় ধরে।

তবে শহরে সিনেমা হলের সংখ্যা বাড়লেই যে বাংলা ছবির ব্যবসা বাড়বে এমনটা নয়। নাম প্রকাশে অনিচ্ছুক মাল্টিপ্লেক্সের এক কর্তার বক্তব্য, ”মেট্রো’ সিনেমা হলে হিন্দি ছবি দেখার জন্য ভিড় বেশি হয়। ‘প্য়ারাডাইস’ সিনেমা হলেও হিন্দি ছবি দেখার জন্য বেশি দর্শক আসতেন। ওখানে বাংলা ছবি বিশেষ শো পেত না। ‘গ্লোব’ দুর্গাপুজোর আগে দর্শকের জন্য় দরজা খুললে সেখানে ‘জোকার’-এর সিক্যোয়েল ভালো ফল করবে নাকি বাংলা ছবিতে ভিড় হবে সেটা জানার আগ্রহ থাকবে। আবার এমনও হতে পারে, আলিয়া ভাটের ছবি সেখানে ভালো ফল করল।’