Sunglasses: সানগ্লাস কেনার সময় এই বিষয়ে খেয়াল না রাখলেই বিপদ!

How to Choose Correct Sunglasses: সঠিক সানগ্লাস না হলে আদতে যে তা স্টাইল ছাড়া আর কোনও কাজেই আসে না, অনেকেই বিষয়টি গুরুত্ব দেন না। সানগ্লাস পরার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য চোখের সুরক্ষা। তাই দেখতে সুন্দরের পাশাপাশি, তা চোখকে কতটা সুরক্ষা দিতে পারছে, সে বিষয়েও নজর রাখতে হবে।

Sunglasses: সানগ্লাস কেনার সময় এই বিষয়ে খেয়াল না রাখলেই বিপদ!
Image Credit source: Getty Images
Follow Us:
| Updated on: Dec 21, 2024 | 11:49 PM

কম বেশি সকলেই সানগ্লাস ব্যবহার করে থাকেন। মহিলা-পুরুষ সকলের দৈনন্দিন জীবনেরই অংশ হয়ে উঠেছে সানগ্লাস। তবে অনেক ক্ষেত্রে সানগ্লাস পরা হয় শুধুমাত্র স্টাইল, ফ্যাশন স্টেটমেন্টের কথা ভেবে। সঠিক সানগ্লাস না হলে আদতে যে তা স্টাইল ছাড়া আর কোনও কাজেই আসে না, অনেকেই বিষয়টি গুরুত্ব দেন না। সানগ্লাস পরার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য চোখের সুরক্ষা। তাই দেখতে সুন্দরের পাশাপাশি, তা চোখকে কতটা সুরক্ষা দিতে পারছে, সে বিষয়েও নজর রাখতে হবে।

সূর্যের বেগুনি রশ্মি থেকে চোখকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সঠিক সানগ্লাস। অস্ট্রেলিয়ায় বসবাসকারীরা সবচেয়ে বেশি সাফার করেন সূর্যের অতি বেগুনি রশ্মিতে। আমরাও এই রশ্মি থেকে বাঁচতে নানা পন্থা অবলম্বন করে থাকি। বেশির ভাগই ত্বককে সুরক্ষিত রাখাই লক্ষ্য থাকে। কিন্তু চোখেও যে এর ব্যাপক প্রভাব পড়ে, অনেকেই তা নিয়ে মাথা ঘামাননা। একটি গবেষণা অনুযায়ী, গত বছর সূর্যের অতি বেগুনি রশ্মির সবচেয়ে খারাপ পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার যাঁরা বাইরে বেরিয়েছেন, তাঁদের বেশিরভাগই বলেছেন, জঘন্য সানগ্লাসের জন্য সমস্যায় পড়েছেন।

সূর্যের অতি বেগুনি রশ্মিকে আমাদের চোখকে কী ভাবে বিপদে ফেলতে পারে? অতিরিক্তি রেডিয়েশনের ফলে দীর্ঘমেয়াদী সমস্যাও হতে পারে। ধীরে ধীরে তা গুরুতর সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এরপর চোখে অল্প আলোতেই অস্বস্তিও হতে পারে। যা স্নো ব্লাইন্ডনেস হিসেবেও পরিচিত। কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়। ছানিও পড়তে পারে। শিশুরা যারা চশমা কিংবা লেন্স ব্য়বহার করে, তারাও এই অতি বেগুনি রশ্মিতে বেশি ক্ষতির শিকার হতে পারে। কারণ তাতে বেশির ভাগ ক্ষেত্রেই অতি বেগুনি রশ্মি প্রতিরোধের ব্যবস্থা থাকে না। তাদের জন্যও সানগ্লাস জরুরি বলে দেখা গিয়েছে গবেষণায়।

চশমার ক্ষেত্রে যে ক্যাটেগরি রয়েছে। ১. শুধুমাত্র স্টাইল ও ফ্যাশনের জন্য। ২. অতি বেগুনি রশ্মি থেকে সামান্য প্রোটেকশন। ৩. সর্বোচ্চ স্তরের প্রোটেকশন। ৪. এই গ্লাস খুবই কালো, কড়া রোদে ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার হয় বা সমুদ্র সৈকতে। গাড়ি চালানোর ক্ষেত্রে এই গ্লাস সমস্যার হতে পারে। সানগ্লাস কেনার ক্ষেত্রে তাই দেখে নিতে হবে, সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে কতটা সুরক্ষা দিতে পারবে সেই সানগ্লাস। তথ্য যাচাই করেই কেনা উচিত।