২৪ মার্চ মুক্তি পাচ্ছে ‘গডজ়িলা ভার্সেস কং’, বড় পর্দায় দেখার অনুরোধ বিশ্ব-সমালোচকদের

রণজিৎ দে | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Mar 22, 2021 | 8:24 PM

‘গরজ়িলা ভার্সেস কং’ ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে বিদেশি সমালোচকদের। ছবি দেখে তাঁরা রীতিমত উচ্ছসিত। তবে অনেক সমালোচক এই ছবি বড় পর্দাতেই দেখার অনুরোধ জানিয়েছেন।

২৪ মার্চ মুক্তি পাচ্ছে ‘গডজ়িলা ভার্সেস কং’, বড় পর্দায় দেখার অনুরোধ বিশ্ব-সমালোচকদের
'গরজ়িলা ভার্সেস কং' ছবির একটি দৃশ্য

Follow Us

‘গডজ়িলা ভার্সেস কং’ নিয়ে উত্তেজনা তুঙ্গে। ২৪ মার্চ ভারতে মুক্তি পাচ্ছে এই ছবি। গডজ়িলা এবং কং-এর ধুন্ধুমার দ্বন্দ্ব দেখতে উৎসুক গোটা দেশ। ছবির পোস্টার এবং ট্রেলার যবে মুক্তি পেয়েছিল, তখন থেকেই হু-হু করে পারদ চড়়েছিল। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল। মুক্তির আর মাত্র একদিন বাকি। স্বাভাবিকভাবেই ফুটছে গোটা দেশ।

‘গডজ়িলা ভার্সেস কং’ ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে বিদেশি সমালোচকদের। ছবি দেখে তাঁরা রীতিমত উচ্ছসিত। তবে অনেক সমালোচক এই ছবি বড় পর্দাতেই দেখার অনুরোধ জানিয়েছেন। যে ‘লার্জার দ্যান লাইফ’ ছবিতে ধরা হয়েছে তা ছোট পর্দায় দেখলে অতটা মজা পাওয়া যাবে না।

একটি বিদেশি জার্নালের সমালোচক টুইট করে জানিয়েছেন তিনি এই প্রথমবার ‘গডজ়িলা’ সিরিজের ছবি নিজের ঘরে দেখলেন। দেখার পর তিনি অনুরোধ করেছেন যদি সম্ভব হয় ছবিটি সিনেমা হলে গিয়ে বড় পর্দায় দেখতে। আর একজন সমালোচক লিখেছেন, “অসাধারণ গল্প,অসাধারণ অভিনয়। একটা আদর্শ ‘মিডনাইট মনস্টার’ ছবি।” আরও একজন লিখেছেন, “মারপিটের দৃশ্যগুলো দারুণ ভাবে শুট করা হয়েছে। গল্প বলার ধরণও খুব ভাল। তবে ছবিতে মানুষদের নিয়ে যে দৃশ্যগুলো বোনা হয়েছে সেগুলো খুব খাপছাড়া। অযৌক্তিক। তবে ওইটুকু বাদ দিয়ে ছবিটা আমি আবার দেখতে চাই।”

আরও পড়ুন:৬৭তম জাতীয় পুরস্কার: সেরা বাংলা ছবি ‘গুমনামী’, সেরা অভিনেত্রী কঙ্গনা

‘গডজ়িলা ভার্সেস কং’ পরিচালনা করেছেন অ্যাডম উইনগার্ড। প্রযোজনায় লেজেন্ডারি এন্টারটেইনমেন্ট এবং ওয়ার্নার ব্রাদারস। হাতে আর মাত্র একদিন। ২৪ মার্চ মুক্তি পাচ্ছে ‘গডজ়িলা ভার্সেস কং’।

 

Next Article