ফেডারেশনের উদ্যোগে সমস্যা মিটিয়ে শুরু হচ্ছে ‘লহু’র শ্যুট
সেই সময় TV9বাংলার থেকে খোঁজ নিয়ে জানা যায়, ফেডারেশনের সঙ্গে পরিচালক প্রযোজকদের ভুল বোঝাবুঝির কারণে স্থগিত রয়েছে কাজ। এরপরই ফেডারেশনের অন্ধকারে রেখেই পরিচালক রাহুল মুখোপাধ্যায় এই সিরিজের কাজ সম্পূর্ণ করার চেষ্টা করেন।

এই মুহূর্তে টলিপাড়ার হাতে গোনা কয়েকজন পরিচালক ছাড়া প্রায় সকলেই ফেডারেশনের সঙ্গে সংঘাত মিটিয়ে নিয়েছেন। স্বাভাবিক ছন্দের চলছে টলিপাড়ার শ্যুটিং। কিছুদিন আগেই টেকনিশিয়ানদের কিছু দাবি নিয়ে চলেছিল দীর্ঘ মিটিং। সেই মিটিং-এর ফলস্বরূপ পারিশ্রমিক সহ বেশ কিছু অন্য সমস্যার সমাধান হয়েছে। এই খবর এখন সকলের জানা। এবার আর একটি খবর নিয়ে এলেন পরিচালক রাহুল মুখোপাধ্যায় ও আন্তর্জাতিক ওয়েব প্ল্যাটফর্ম ‘চরকি’র আধিকারিক অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়।
এই খুশির খবর জানানোর আগে পাঠকদের মনে করানো প্রয়োজন পরিচালক বনাম ফেডারেশনের সংঘাতের সূত্রপাত হয়েছিল বছর খানেক আগে ‘চরকি’ প্ল্যাটফর্মে একটি ওয়েব সিরিজের কাজকে কেন্দ্র করেই। এই আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মের জন্য ‘লহু’ নামের সিরিজের কাজ কিছুটা হয়ে হঠাৎই বন্ধ হয়ে যায়। সেই সময় TV9 বাংলার থেকে খোঁজ নিয়ে জানা যায়, ফেডারেশনের সঙ্গে পরিচালক প্রযোজকদের ভুল বোঝাবুঝির কারণে স্থগিত রয়েছে কাজ। এরপরই ফেডারেশনকে অন্ধকারে রেখেই পরিচালক রাহুল মুখোপাধ্যায় এই সিরিজের কাজ সম্পূর্ণ করার চেষ্টা করেন।
এখন থেকেই সমস্যার শুরু। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে শ্যুটিং থেকে সাসপেন্ড করে ফেডারেশনের পরিচালক গিল্ড। এরপরের খবরের ইতিহাস সকলের জানা। তবে এবার পরিচালক রাহুল মুখোপাধ্যায় ও ‘চরকি’র আধিকারিক অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় স্যোশাল মিডিয়ায় জানালেন, ফেডারেশনের সঙ্গে সমস্যা মিটিয়ে শুরু হচ্ছে ‘লহু’ সিরিজের শ্যুটের কাজ। পরিচালক রাহুল মুখোপাধ্যায় এই শ্যুট শুরুর জন্য একান্ত ভাবে ধন্যবাদ জানান ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সহযোগিতাকে। অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের কথায়, “আমাদের কিছু বোঝার ভুল ছিল, তাই সমস্যা হয়েছিল, ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এই সমস্যাগুলি বুঝিয়ে দিয়েছেন। তিনি নিজে দায়িত্ব নিয়ে এই সমস্যার সমাধান করেছেন। ‘লহু’ যে ক’দিনের কাজ বাকি আছে খুব শীঘ্রই শুরু হবে। আমি আশা করছি আগামী দিনে চরকির আরও অনেক প্রজেক্টের কাজ করতে পারব।”
পরিচালক রাহুল মুখোপাধ্যায় বলেন, “ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে ধন্যবাদ তিনি নিজে উদ্যোগ নিয়ে ‘লহু’ সিরিজের কাজ শুরু করালেন। ”
প্রসঙ্গত, এই সিরিজের প্রধান চরিত্রে দেখা যাবে সোহিনী সরকার ও বাংলাদেশের অভিনেতা আরেফিন শুভ। আপাতত টলিপাড়ার তাঁবড় পরিচালকরা নিশ্চিন্তে কাজ করলেও কিছু পরিচালক অভিনেতাদের সংঘাত রয়েই গিয়েছে। এখন দেখার আগামী দিনে সমস্যার তাড়াতাড়ি সমাধান হয় নাকি সংঘাত আরও বৃদ্ধি পায়? নজর থাকবে গতি প্রকৃতির উপর।





