অল্ট থেকে উল্লু! ২৪ টি ‘সফট পর্ন’ অ্যাপ ব্যান করল সরকার
ওয়েব প্ল্য়াটফর্মকে নিষিদ্ধ ঘোষণা করল ভারতীয় সম্প্রচার মন্ত্রক। যার মধ্যে রয়েছে জনপ্রিয় অ্য়াপ অল্ট এবং উল্লুও। সম্প্রতি তথ্য-সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে একটি তালিকা তৈরি করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

দর্শক টানতে অহেতুক যৌনতা, কথায় কথায় নারী শরীরের প্রর্দশন। এমনকী, গল্পের ছলে ‘সফট পর্ন’! হ্য়াঁ, এই অভিযোগেই ২৪ টি অ্য়াপ এবং ওয়েব প্ল্য়াটফর্মকে নিষিদ্ধ ঘোষণা করল ভারতীয় সম্প্রচার মন্ত্রক। যার মধ্যে রয়েছে জনপ্রিয় অ্য়াপ অল্ট এবং উল্লুও। সম্প্রতি তথ্য-সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে একটি তালিকা তৈরি করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
তা কোন কোন ওয়েব প্ল্য়াটফর্মকে নিষিদ্ধ ঘোষণা করা হল?
অল্ট, উল্লু, কঙ্গন অ্য়াপ, বুল অ্য়াপ, জলওয়া অ্য়াপ, ওয়াও এন্টারটেনমেন্ট, লুক এন্টারটেনমেন্ট, হিট প্রাইম, ফেনেও, শো এক্স, সোল টকিজ, আড্ডা টিভি, হট এক্স ভিআইপি, মুড এক্স, নিয়ন এক্স, ফুগি, মোজিফ্লিক্স, ট্রিফলিক্সের মতো অ্য়াপ।
এই ওয়েব প্ল্যাটফর্ম গুলির বিরুদ্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অভিযোগ, ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইন অর্থাৎ ধারা ৬৭ এবং ৬৭এ, ২০২৩-এর ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৪ এবং নারী শরীর প্রদর্শন (নিষেধ) আইন, ১৯৮৬ সালের ধারা ৪-এর নির্দেশ লঙ্ঘন করেছে ওয়েব প্ল্যাটফর্মগুলি। আর সেই কারণেই এই নিষিদ্ধ করার সিদ্ধান্ত।
প্রসঙ্গত, ৬৭ এবং ৬৭এ অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমে কোনও ভাবে অশ্লীল বা যৌন উত্তেজক কোনও কিছু দেখানো যাবে না। একই ভাবে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৪ অনুযায়ী গানের দৃশ্যে অশ্লীল অঙ্গভঙ্গিও নিষিদ্ধ। সেই নিয়ম লঙ্ঘন করার কারণেই নিষিদ্ধ করা হয়েছে এই অ্য়াপগুলোকে। এই অ্য়াপগুলো ভারতে যাতে কোনও ভাবে দেখা না যেতে পারে, তার জন্য কড়া পদক্ষেপ করছে মন্ত্রক।
