কে বলেছে ‘কোভিড’-এ প্রেমে ভাটা পড়েছে। এ তিলোত্তমা তো হাওয়া হাওয়ার প্রেম। এবং সে কারণেই তো বিক্রম ঘোষ (Bickram Ghosh) ছ-ছটা প্রেমের গান বেঁধেছেন। হরিহরণ (Hariharan) সে গান গেয়ে পাঠিয়ে দিয়েছেন। আর পরিচালক অরিন্দম শীল (Arindam Sil) শহরের বিভিন্ন প্রান্তে ক্যামেরার লেন্সে চোখ রেখে শহরের আকাশ-বাতাসের সঙ্গে ‘ইশ্ক’-এর হাওয়া অ্যাকশন-কাটে মিলিয়ে দিচ্ছেন।
পাঁচ বছর আগে ‘ইশ্ক’ অ্যালবামের প্রথম গান রেকর্ড হয়। কিন্তু পরে কোনও কারণে হরিহরণ-বিক্রম গানে-সুরে এক হতে পারেননি। তবে সুযোগ হয় প্যান্ডেমিকের একেবারে গোড়ায় এসে।
হঠাৎ হরিহরণ ফোনে প্রশ্ন করেন বিক্রমকে, “কী হল আমাদের সেই ‘ইশ্ক’ প্রোজেক্ট?”, বিক্রম উত্তরে বলেন “এবারই শেষ করে ফেলতে পারি সেই প্রোজেক্ট”।
ব্যস, তারপর মিলে গেলেন গায়ক-সুরকার। ছ’খান একেবারে প্রেমের গান বেঁধে ফেললেন বিক্রম ঘোষ। হরিহরণজি দশ দিনে সব গান গেয়ে পাঠিয়ে দিলেন সুরকারকে। শুনেটুনে বিক্রম চলে গেলেন মুম্বই। হরিহরণের স্টুডিওতে হল গানের মিক্সিং-মাস্টারিং।
কিন্তু তাতেও ক্ষান্ত থাকেননি সুরকার, গান তো হল কিন্তু গান তো শুধু শোনালে হবে না। দেখাতেও হবে। বছরের প্রথম দিনে ফ্লাইটে চলে এলেন বিক্রমের কথায় প্রিয় ‘হরিজি’ চলে এলেন কলকাতায়। কলেজের বন্ধু অরিন্দম শীল নিলেন গান ‘দেখানোর’ দায়িত্ব।
‘ইশ্ক’ অ্যালবামের ছ’টা গান লিখেছেন সুগত গুহ, রাজীব পাণ্ডে এবং সঞ্জীব তিওয়ারি। অরিন্দম শীলের সঙ্গে কথা হলে তিনি জানান, “আজ আমরা ময়দানে শুট করছি, তিনটে গাছ যে জায়গায় রয়েছে, সেখানে। প্রিয়াঙ্কা সরকারও (Priyanka Sarkar) রয়েছে আমাদের সঙ্গে। প্রথম ধাপে তিনটে গানের শুট হচ্ছে। তারপর হরিহরণজি ফিরে যাবেন মুম্বই। পরে আবার কলকাতায় এসে উনি বাকি তিনটে গানের শুট করবেন। প্রথম গানটিতে ছিল সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra), দ্বিতীয়তে মানে আজকে শুটিংয়ে রয়েছে প্রিয়াঙ্কা এবং তিন নম্বরে গানে দেখা যাবে বিবৃতি চট্টোপাধ্যায়কে (Bibriti Chattopadhyay)।”
আচ্ছা ঠিক যেমন অনুপম রায়ের সৃজিত আছে এবং ভাইস ভার্সা। আপনি এবং অরিন্দম শীল একেবারে তেমন? এক গাল হেসে বিক্রম বললেন, “ওদের থেকেও বেশি, আমি এবং অরিন্দম। আমার জন্যে ও, ওর জন্যে আমি বরাবর রয়েছি। আমরা দু’জনেই কলেজের বন্ধু। দু’জনে একসঙ্গে কাজ করি ‘হঠাৎ নীরার জন্য’ ছবিতে, তখন আমরা দু’জনেই অভিনেতা ছিলাম। তারপর থেকে ওর সবকটা ছবিতে আমি মিউজিক করেছি। আর আমার গানে অরিন্দম থেকেছে। এর অন্যথা হয়নি।”