বোন ইজাবেলের ছবিতে দেখা গেল, ক্যাটরিনা-ভিকিকে: প্রেম কি তাহলে মধ্যগগনে?

শুভঙ্কর চক্রবর্তী |

Jan 03, 2021 | 4:38 PM

যদি আপনি একটা স্টেটমেন্ট দেন, তাহলে আলোচনা আরও উষ্ণতা পাবে। আর সেটা ঘুরেফিরে যখন আপনার কাছে আসবে, দেখবেন আপনার বক্তব্য পুরোটাই বদলে গেছে।

বোন ইজাবেলের ছবিতে দেখা গেল, ক্যাটরিনা-ভিকিকে: প্রেম কি তাহলে মধ্যগগনে?
ভিকি-ক্যাটরিনা।

Follow Us

প্রায় দু’বছর ধরে ব্যাপারটা চলছে। জল্পনা, ভিকি কৌশল (Vicky Kaushal) ডেট করছেন ক্যাটরিনা কাইফকে (Katrina kaif)। বহু ছবি-ভিডিওতে তার প্রমাণ মিলেছে। কখনও আরতি শেট্টির জুহুর ফ্ল্যাটে ঢুকেছেন একসঙ্গে তো কখনও অনুষ্ঠানে। তবে দু’জনে পাপারাৎজির চোখ বাঁচিয়ে করছেন দেখাসাক্ষাৎ। লোকচক্ষুর আড়ালেই কি তাহলে চলছে ভিকি-ক্যাটরিনার প্রেম?
কিন্তু ওই যে বলে না আপনি প্রেমে পড়লে বা করলে কখনও না কখনও তা বাইরের লোক জানতে পারবেই। ঠিক এমনটাই ঘটল দুজনের সঙ্গে।

 

আরও পড়ুন পরিচালক-সুরকার দু’বন্ধুর সঙ্গে হরিহরণ আর শুধু ‘ইশ্ক’!

 

সম্প্রতি এক ছবি প্রকাশ্যে এসেছে। ছবিতে ক্যাটরিনার বোন ইজাবেল তাঁর এক বন্ধুর সঙ্গে কার্ড গেম খেলছিলেন। দুজনেই পরে ছিলেন হুডি। আর তাদের ঠিক পিছনে দেখা যাচ্ছে এক কাঁচের দরজা। আর সেখানেই ফুট উঠেছে ক্যাটরিনা-ভিকির প্রতিবিম্ব। আর সে ছবি কে পোস্ট করছেন জানেন ? খোদ ‘চিকনি চামেলি’!

 

 

 

সূত্রের খবর, গত শুক্রবার আলিবাগে নিউ ইয়ারে ক্যাটরিনা, ভিকি এবং তাঁর বন্ধুদের সঙ্গে সেলিব্রেশনে মেতেছিলেন।

এক সাক্ষাৎকারে তাঁর ডেটিং লাইফ নিয়ে ভিকি বলেন, “আপনি একবার যদি মিথ্যে বলেন। আপনাকে সেই মিথ্যেকে ঠিক প্রমাণ করতে আরও মিথ্যে বলতে হবে। আর যদি আপনি একটা স্টেটমেন্ট দেন, তাহলে আলোচনা আরও উষ্ণতা পাবে। আর সেটা ঘুরেফিরে যখন আপনার কাছে আসবে, দেখবেন আপনার বক্তব্য পুরোটাই বদলে গেছে। এবং প্রশ্ন গুলো পাল্টে যাবে। আপনাকে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। সত্যি কথা বলতে আমার কাছে তেমন কোনও গল্প নেই।”

Next Article