‘রাজ চক্রবর্তী এন্টারটেন্টমেন্ট প্রাইভেট লিমিটেড’-এর নতুন ‘বস’ কে?

স্বরলিপি ভট্টাচার্য |

Jan 03, 2021 | 4:56 PM

এবার থেকে নাকি এই নতুন ব্যক্তিই কোম্পানির দায়িত্ব সামলাবে। সে অর্থাৎ ইউভান।

‘রাজ চক্রবর্তী এন্টারটেন্টমেন্ট প্রাইভেট লিমিটেড’-এর নতুন ‘বস’ কে?
ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

ফুলহাতা পুলওভার। ফুলপ্যান্ট। সঙ্গে ম্যাচিং গ্লাভস এবং জুতো। ‘রাজ চক্রবর্তী এন্টারটেন্টমেন্ট প্রাইভেট লিমিটেড’-এর মূল চেয়ারে বসে আছে সে। এখান থেকেই একটা গোটা কোম্পানি চালান পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakrabarty)। এবার সেই চেয়ারেই অন্য একজন। কারণ এবার থেকে নাকি এই নতুন ব্যক্তিই কোম্পানির দায়িত্ব সামলাবে। সে অর্থাৎ ইউভান (star kid)। ছেলের এমনই একটি ছবি রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ।

এই ছবি পোস্ট করে ক্যাপশনে মজার ছলে রাজ লেখেন, “রাজ চক্রবর্তী এন্টারটেন্টমেন্ট প্রাইভেট লিমিটেড-এর নতুন বস ইউভান চক্রবর্তী! আমার খুব রিল্যাক্সড লাগছে। এখন থেকে ও সব দায়িত্ব সামলে নেবে।”

গত সেপ্টেম্বরে প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন রাজ এবং শুভশ্রী। জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় ইউভান। রাজ এবং শুভশ্রী দু’জনেই ছেলের কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। ইউভানের জনপ্রিয়তা এতটাই যে তার নামে প্রথমে ফেক সোশ্যাল অ্যাকাউন্ট তৈরি হয়েছিল। যা প্রকাশ্যে বন্ধ করার আর্জি জানিয়েছিলেন স্বয়ং রাজ। পরে অবশ্য ইউভানের নামে আলাদা করে পেজ তৈরি হয়েছে।

আরও পড়ুন, মিথিলা এবার ‘রাজনীতিবিদ’, কিন্তু কোথায়?

ইউভানের জন্মের ঠিক আগে ব্যক্তিগত জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন দম্পতি। রাজ নিজে করোনায় আক্রান্ত হয়েছিলেন। হারিয়েছেন তাঁর বাবাকেও। সে সময় একা হাতে সব সামলেছিলেন শুভশ্রী। আপাতত তাঁদের সুখের সময়। ছেলে এখন তাঁদের কাছে প্রায়োরিটি। একইসঙ্গে আনলক পর্বে ধীরে ধীরে কাজেও ফিরছেন তাঁরা। ছেলের জন্মের পর নিজেকে টোনড রাখতে ফের জিমে ফিরেছেন শুভশ্রী। তবে কবে ফের ফ্লোরে ফিরবেন, সে বিষয়ে এখনই কোনও আভাস দেননি। অন্যদিকে অতিমারির পরিস্থিতির কারণেই নতুন ছবি শুরু করছেন না রাজ। তবে তাঁর জমে থাকা কাজ শেষ করে নিচ্ছেন দ্রুত।

Next Article