AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ধপ করে আওয়াজ, তারপরেই ঘনায় কালরাত্রি! মৃত্যুর আগে কী ঘটে দিব্যার সঙ্গে?

তিনি ছিলেন ক্ষণজন্মা। মাত্র ১৯ বছর বয়সে মারা যান বলিউডের প্রতিভাবান অভিনেত্রী দিব্যা ভারতী। তিনি খুন হয়েছিলেন, নাকি দুর্ঘটনা ঘটেছিল, নাকি করেছিলেন আত্মহত্যা? তা নিয়ে আজও রহস্য...

| Updated on: Jan 12, 2024 | 5:47 PM
Share
তিনি ছিলেন ক্ষণজন্মা। মাত্র ১৯ বছর বয়সে মারা যান বলিউডের প্রতিভাবান অভিনেত্রী দিব্যা ভারতী। তিনি খুন হয়েছিলেন, নাকি দুর্ঘটনা ঘটেছিল, নাকি করেছিলেন আত্মহত্যা? তা নিয়ে আজও রহস্য... (প্রতীকী ছবি)

তিনি ছিলেন ক্ষণজন্মা। মাত্র ১৯ বছর বয়সে মারা যান বলিউডের প্রতিভাবান অভিনেত্রী দিব্যা ভারতী। তিনি খুন হয়েছিলেন, নাকি দুর্ঘটনা ঘটেছিল, নাকি করেছিলেন আত্মহত্যা? তা নিয়ে আজও রহস্য... (প্রতীকী ছবি)

1 / 9
মৃত্যুর আগে শেষ বার কী বলেছিলেন দিব্যা? জেনে নিন মৃত্যুর রাতের সেই হাড়হিম করা কাহিনী, যা শুনলে গায়ে কাঁটা দেবে আপনার। খুব ছোট বয়সে কেরিয়ার শুরু করেন এই সুন্দরী।

মৃত্যুর আগে শেষ বার কী বলেছিলেন দিব্যা? জেনে নিন মৃত্যুর রাতের সেই হাড়হিম করা কাহিনী, যা শুনলে গায়ে কাঁটা দেবে আপনার। খুব ছোট বয়সে কেরিয়ার শুরু করেন এই সুন্দরী।

2 / 9
 প্রথম হিন্দি ছবি ‘বিশ্বাত্মা’। ‘শোলা অউর শবনম’, ‘দিওয়ানা’ সাফল্যের চূড়ায় পৌঁছে দেয়। ‘দিওয়ানা’-তে শাহরুখ খানের বিপরীতে তাঁকে দেখা গিয়েছিল। মায়াবী চোখ, একঢাল কালো চুলের প্রেমে সে সময় দিব্যা এতটা মোহময়ী যে তাবড় নায়করা পর্যন্ত প্রেমে পড়ে যাচ্ছিলেন।

প্রথম হিন্দি ছবি ‘বিশ্বাত্মা’। ‘শোলা অউর শবনম’, ‘দিওয়ানা’ সাফল্যের চূড়ায় পৌঁছে দেয়। ‘দিওয়ানা’-তে শাহরুখ খানের বিপরীতে তাঁকে দেখা গিয়েছিল। মায়াবী চোখ, একঢাল কালো চুলের প্রেমে সে সময় দিব্যা এতটা মোহময়ী যে তাবড় নায়করা পর্যন্ত প্রেমে পড়ে যাচ্ছিলেন।

3 / 9
দিব্যা যদিও মন দিয়ে বসেছিলেন পরিচালক-প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালাকে। মাত্র ১৯ বছর বয়সে তিনি ধর্ম পরিবর্তন করে নতুন নাম নিয়ে বিয়ে করেন সাজিদকে। যদিও তাঁর বিয়ের কথা তখন হাতেগোনা কিছু মানুষ জানতেন।

দিব্যা যদিও মন দিয়ে বসেছিলেন পরিচালক-প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালাকে। মাত্র ১৯ বছর বয়সে তিনি ধর্ম পরিবর্তন করে নতুন নাম নিয়ে বিয়ে করেন সাজিদকে। যদিও তাঁর বিয়ের কথা তখন হাতেগোনা কিছু মানুষ জানতেন।

4 / 9
১৯৯৩ সালের ৫ এপ্রিল-- সেই অভিশপ্ত রাত। পাঁচতলা থেকে পড়ে যান দিব্যা। শোনা যায় ধপ করে পড়ে যাওয়ার আওয়াজ। সবাই ছুটে এলে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু না বাঁচানো যায়নি তাঁকে।

১৯৯৩ সালের ৫ এপ্রিল-- সেই অভিশপ্ত রাত। পাঁচতলা থেকে পড়ে যান দিব্যা। শোনা যায় ধপ করে পড়ে যাওয়ার আওয়াজ। সবাই ছুটে এলে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু না বাঁচানো যায়নি তাঁকে।

5 / 9
দিব্যার রহস্যমৃত্যু নিয়ে বই লিখেছিলেন ট্রয় রিবেইরো। পেশায় তিনি একজন চিত্র সমালোচক ও লেখক। সেদিন সেই রাতে দিব্যার ঘরেই ছিলেন তিনি। ট্রয় জানিয়েছেন, জমিয়ে চলছিল পার্টি। বাড়িতে অতিথিদের মেলা। তবে দিব্যার মন ভাল ছিল না। কিছু আগেই নাকি স্বামী সাজিদের সঙ্গে ঝামেলা হয়ে গিয়েছিল তাঁর।

দিব্যার রহস্যমৃত্যু নিয়ে বই লিখেছিলেন ট্রয় রিবেইরো। পেশায় তিনি একজন চিত্র সমালোচক ও লেখক। সেদিন সেই রাতে দিব্যার ঘরেই ছিলেন তিনি। ট্রয় জানিয়েছেন, জমিয়ে চলছিল পার্টি। বাড়িতে অতিথিদের মেলা। তবে দিব্যার মন ভাল ছিল না। কিছু আগেই নাকি স্বামী সাজিদের সঙ্গে ঝামেলা হয়ে গিয়েছিল তাঁর।

6 / 9
ট্রয় জানিয়েছিলেন এক ঘরে গিয়ে আকণ্ঠ মদ্যপান করছিলেন দিব্যা। সঙ্গী হয়েছিল মানসিক অবসান। ওদিকে সে দিন অতিথিদের তালিকায় ডিজাইনার নীতা লুল্লা। ঘরের সংলগ্ন বারান্দায় দাঁড়িয়ে দিব্যা নাকি ক্রমাগত হুমকি দিচ্ছিলেন তিনি।

ট্রয় জানিয়েছিলেন এক ঘরে গিয়ে আকণ্ঠ মদ্যপান করছিলেন দিব্যা। সঙ্গী হয়েছিল মানসিক অবসান। ওদিকে সে দিন অতিথিদের তালিকায় ডিজাইনার নীতা লুল্লা। ঘরের সংলগ্ন বারান্দায় দাঁড়িয়ে দিব্যা নাকি ক্রমাগত হুমকি দিচ্ছিলেন তিনি।

7 / 9
 ঘরে উপস্থিত আরও এক বন্ধু পুলিশকে জানিয়েছিলেন, নীতা বাধা দিতে গেলেও লাভ হয়নি। মরিয়া ওঠেন দিব্যা। সাজিদকে ফোনও করেছিলেন। ১০ মিনিটে বাড়ি না ঢুকলে ঘটে যাবে মারাত্মক কিছু, হুমকিও দিয়েছিলেন তিনি।

ঘরে উপস্থিত আরও এক বন্ধু পুলিশকে জানিয়েছিলেন, নীতা বাধা দিতে গেলেও লাভ হয়নি। মরিয়া ওঠেন দিব্যা। সাজিদকে ফোনও করেছিলেন। ১০ মিনিটে বাড়ি না ঢুকলে ঘটে যাবে মারাত্মক কিছু, হুমকিও দিয়েছিলেন তিনি।

8 / 9
সাজিদ কথা কানে নেননি। এক দুই তিন চার পাঁচ-- নীতা আটকানোর চেষ্টা করলেও নাকি লাভ হয়নি। পাঁচতলা থেকে মরণঝাঁপ, তারপরেই সব শেষ। অচিরেই হারিয়ে যায় এক তরতাজা প্রাণ।

সাজিদ কথা কানে নেননি। এক দুই তিন চার পাঁচ-- নীতা আটকানোর চেষ্টা করলেও নাকি লাভ হয়নি। পাঁচতলা থেকে মরণঝাঁপ, তারপরেই সব শেষ। অচিরেই হারিয়ে যায় এক তরতাজা প্রাণ।

9 / 9