বাদ নেই মুম্বইও! বঙ্গকন্যে পূজার বাড়ির প্রতিমার মুখ দেখে বিস্মিত ভক্তরা
Puja Banerjee: শুরু হয়ে গিয়েছেন বাঙালির শ্রেষ্ঠ উৎসবের উদযাপন পর্ব। এ বছরটা বাকি বছরগুলো থেকে অনেকটাই আলাদা। শহরে ঘটে যাওয়া নারকীয় ঘটনার রেশ এখনও জারি। তবু নিয়ম মেনেই মা এসেছেন।
শুরু হয়ে গিয়েছেন বাঙালির শ্রেষ্ঠ উৎসবের উদযাপন পর্ব। এ বছরটা বাকি বছরগুলো থেকে অনেকটাই আলাদা। শহরে ঘটে যাওয়া নারকীয় ঘটনার রেশ এখনও জারি। তবু নিয়ম মেনেই মা এসেছেন। এ রাজ্যের মানুষ তো বটেই। দেশ-বিদেশের ছড়িয়ে থাকা হাজার হাজার বাঙালিও কিন্তু উদযাপনে সামিল। আর এরকমই এক পরিস্থিতিতে প্রথম বার চমকে দিয়েছেন মুম্বই কাঁপানো বঙ্গকন্যে পূজা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম নিজ উদ্যোগে তিনি আয়োজন করেছেন দুর্গাপুজোর। স্বামীকে সঙ্গে নিয়ে নিজহাতে খুঁটিপুজো থেকে শুরু করে কেনাকাটা, মূর্তিবাছাই, আমন্ত্রণ পর্ব কিছুই বাদ যায়নি পূজার পুজোর তালিকা থেকে।
একদিন আগেই মায়ের মুখ দর্শকের জন্য উন্মোচন করেছেন তিনি। যদিও এর পরেই সামাজিক মাধ্যমে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। না, পূজার পুজোয় মায়ের দশ হাত নেই– তা নিয়েই বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। আবার কারও মতে মায়ের মুখের যে তেজ, যে দৃপ্তভঙ্গী তাও নাকি ফুটে ওঠেনি এই ক্ষেত্রে। যদিও এই মন্তব্যের সঙ্গে সহমত নন অনেকেই। পাল্টা যুক্তি দেখিয়ে তাঁরা বলছেন, “দুর্গা মানেই কি তিনি শুধু অসুরবিনাসকারী, তিনি যে মা, মমতারও প্রতীক।” পূজার পাশে দাঁড়িয়ে তাঁরা বলছেন, “মুম্বইয়ে থেকেও নিজের শিকড় ভুলে যাননি পূজা! এই বা কম কীসে?”
View this post on Instagram
আয়োজনের কোনও ত্রুটি রাখেননি পূজা। মুম্বইয়ের গোরেগাঁও অঞ্চলে অনুষ্ঠিত হবে এই দুর্গাোৎসব। হাজির থাকবেন নানা তারকা। এঁদের মধ্যে রয়েছেন আরও এক বাঙালি কন্যে মৌনী রায় থেকে শুরু করে কৃষ্ণা অভিষেক, অর্জুন বিজলানি সহ অনেকেই। শুধু তারকারাই নন, সাধারণেরও প্রবেশ অবাধ, সে কথাই নিজেই জানিয়েছেন পূজা।