মানুষজন চিনতে পারছেন! এখন কেমন আছেন মনোজ মিত্র?

Manoj Mitra: রবিরার রাত থেকে বাড়াবাড়ি। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতা তথা নাট্যকার মনোজ মিত্রকে। সে দিন রাতেই অভিনেতার পরিবারের তরফে জানানো হয়েছিল যে তাঁর শারীরিক অবস্থা মোটেই ভাল নয়। সোমবার সকালটা খুবই উদ্বেগের মধ্যে কাটে। তবে এ দিন রাত থেকে কিছুটা হলেও আশার আলো দেখা গিয়েছে।

মানুষজন চিনতে পারছেন! এখন কেমন আছেন মনোজ মিত্র?
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2024 | 11:26 AM

রবিরার রাত থেকে বাড়াবাড়ি। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতা তথা নাট্যকার মনোজ মিত্রকে। সে দিন রাতেই অভিনেতার পরিবারের তরফে জানানো হয়েছিল যে তাঁর শারীরিক অবস্থা মোটেই ভাল নয়। সোমবার সকালটা খুবই উদ্বেগের মধ্যে কাটে। তবে এ দিন রাত থেকে কিছুটা হলেও আশার আলো দেখা গিয়েছে। সোমবার তাঁর জামাই জানান অভিনেতার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি মানুষজনও চিনতে পারছেন। সামান্য কথাও বলছেন। মঙ্গলবার সকালে কেমন আছেন অভিনেতা? TV9 বাংলাকে তাঁর জামাই বলেছেন, “বিপদ এখনও কাটেনি। সঙ্কটজনক পরিস্থিতি। এখনও একই রকম আছেন। সন্ধেবেলায় বিস্তারিত জানা যাবে।”

উল্লেখ্য, সোমবার ক্যালকাটা হার্ট ক্লিনিক ও হসপিটালের তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়, তাতে লেখা হয়েছিল, “ওঁর অবস্থা খুবই সঙ্কটজনক। উনি বেশ কিছু দিন ধরেই হার্টের অসুখে ভুগছেন। তার সঙ্গে উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, মেলাইটাস, ক্রনিক কিডনির সমস্যা, ডিমেনশিয়া রয়েছে। বাইপাস সার্জারি, পেসমেকার ইত্যাদি অনেক আগেই হয়েছে। বর্তমানে কার্ডিওজনিক শকে আছেন। নন ইনভেসিভ ভেন্টিলেশন দেওয়া হয়েছে।”

এরই মাঝে অভিনেতাকে নিয়ে ভুয়ো খবর রটায় খুবই বিরক্ত তাঁর মেয়ে ময়ূরী মিত্র এবং ভাই অমর মিত্র। নিজেদের বিরক্তি প্রকাশও করেছেন । অভিনেতার মেয়ে ভুয়ো খবর প্রসঙ্গে বলেন, “আমার বাবার সম্পর্কে অনেক ভুয়ো কথা রটছে। সম্প্রতি শুনতে পেলাম বাবাকে নাকি তাঁরই বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে। এটা কী ধরনের ভুলভাল কথা। আমি এখন বাবার বাড়িতেই আছি। সেখানে এ ধরনের কথা। সমাজমাধ্যমের পাতায় এমন কথা শুনে সেখানে আমরা বার বার লিখেছি যে এটা পুরো ভুল খবর। তার পরেও সেটা ছড়িয়ে পড়েছে। আমি খুবই বিরক্ত।”