গত ২৪ ঘণ্টায় তোলপাড় করেছে একটাই নাম, বিনেশ ফোগাট। প্যারিস অলিম্পিকে পদক নিশ্চিত করেও স্বপ্নভঙ্গ ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। মাত্র ১০০ গ্রাম ওজন বেড়ে যাওয়ায় অলিম্পিক থেকে বাতিল হয়েছেন বিনেশ ফোগাট। মঙ্গলবার প্যারিস গেমসে মোট ৩টি বাউটে নেমেছিলেন। তার তিনটিতেই জিতে রুপো নিশ্চিত করেছিলেন বিনেশ। তিনি প্যারিস অলিম্পিক থেকে বাতিল হওয়ায় ভারতীয় ক্রীড়া মহলে তোলপাড় চলছে। কারণ ভিনেশ ফোগাটের ২ কেজি ওজন হঠাৎ করেই বেড়ে যাওয়া। তাই মঙ্গলবার সারা রাত ধরে সব রকমের চেষ্টা করেন ওজন কমানোর। যোগাসন, স্কিপিং, সাইক্লিং কোনও কিছুই বাদ দেননি বিনেশ। সারা রাত জেগে কাটান ভারতীয় কুস্তিগির। এতেই শেষ নয়, এমনও জানা যাচ্ছা বিনেশ ফোগাটের কোচ, সাপোর্ট স্টাফরা তাঁর ওজন কমানোর জন্য চুলও কাটিয়ে দেন। বুধবার সকালে যখন এরপর তাঁর ওজন করা হয়, সেই সময় দেখা যায় তাঁর ওজন ৫০ কেজি ১০০ গ্রাম।
আর এই খবর সামনে আসার পর থেকেই আবেগে ভাসছেন সকলে। মনের জোর বাড়াছেন বিনেশের। কেউ কেউ তাঁর মনোবল বাড়াতে লিখছেন, সকলের চোখে তিনিই জয়ী। কিন্তু তিনি রাত পোহাতেই অবসর ঘোষণা করেছেন। বিভিন্ন মহল যখন তাঁর হয়ে সরব হয়েছেন, তখন হেমা মালিনীও মুখ খোলেন ক্রীড়াবিদকে নিয়ে। বলেন– ‘অদ্ভুত লাগছে যে ১০০ গ্রাম ওজনের জন্য তাঁকে ডিসকোয়ালিফাই করা হয়েছে। সত্যিই নিজের ওজন নিয়ন্ত্রণে রাখা কতটা জরুরি। আমাদের সকলের এটা থেকে শিক্ষা নেওয়া উচিত, সব তারকাদের, সব মহিলাদের। ১০০ গ্রামও কিন্তু গুরুত্বপূর্ণ। আমার ওর জন্য খুব খারাপ লাগছে। আমি আশা করি ও দ্রুত এই ১০০ গ্রাম কমিয়ে ফেলবে, কিন্তু মেডেল পাবে না এই যা!’
এরপরই রে-রে করে ওঠে নেটপাড়ার একশ্রেণি। ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরীর পাঠ পড়াতেই হেমাকে হতে হল কটাক্ষের মুখোমুখি। কেউ লিখলেন, ‘ওনাকে ১০০ গ্রাম ব্রেন দিন’, কেউ আবার লিখলেন, ‘আপনার বোটক্স মুখটা বন্ধ রাখুন’। কেউ লিখলেন, অভিনয় জগত নিয়েই থাকুন। আবার কেউ লিখলেন, ‘কে ওনাকে জিজ্ঞেস করেছে? গিয়ে ওয়াটার পিউরিফায়ার বিক্রি করুন’।