AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘দুঃখজনক খবর আসতে চলেছে?’ ধর্মেন্দ্র বাড়ির বাইরের ছবি বাড়াচ্ছে চিন্তা

দ্রুতই ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনী এবং মেয়ে এষা দেওল খবরের সত্যতা প্রকাশ্যে আনেন। হেমা মালিনী তীব্র ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “এভাবে দায়িত্বজ্ঞানহীনভাবে মিথ্যা সংবাদ প্রচার করা অত্যন্ত অসম্মানজনক ও অমানবিক।”

'দুঃখজনক খবর আসতে চলেছে?' ধর্মেন্দ্র বাড়ির বাইরের ছবি বাড়াচ্ছে চিন্তা
| Edited By: | Updated on: Nov 11, 2025 | 4:51 PM
Share

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ যেন ক্রমেই বেড়ে চলেছে। সোমবার দুপুরে তাঁর ভেন্টিলেশনে থাকার খবর সামনে আসে, আর মঙ্গলবার সকালেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর ভুয়ো সংবাদ। মুহূর্তেই এই খবর ভাইরাল হয়ে যায় সর্বত্র। যা অনুরাগীর মনে চরম আতঙ্ক তৈরি করে। তবে দ্রুতই ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনী এবং মেয়ে এষা দেওল খবরের সত্যতা প্রকাশ্যে আনেন। হেমা মালিনী তীব্র ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “এভাবে দায়িত্বজ্ঞানহীনভাবে মিথ্যা সংবাদ প্রচার করা অত্যন্ত অসম্মানজনক ও অমানবিক।”

এদিকে যখন হাসপাতালে চাঞ্চল্য, এ সকল ঘটনার মাঝেই ধর্মেন্দ্রর বাড়ির বাইরের ছবি অনুরাগীদের মনে নতুন জল্পনা তৈরি করেছে। সংবাদ সংস্থা ANI-এর শেয়ার করা এক ভিডিয়োতে দেখা যায়, অভিনেতার বাড়ির বাইরে পুলিশি ব্যারিকেড বসানো হচ্ছে। যদিও পোস্টে এর কারণ স্পষ্ট করা হয়নি, তবুও ভিডিয়ো দেখে অনেকেই মনে করছেন, অভিনেতার শারীরিক অবস্থা হয়তো আশঙ্কাজনক। কেউ লিখেছেন, “সম্ভবত দুঃখজনক খবর আসতে চলেছে,” আবার কেউ আশ্বস্ত করে লিখেছেন, “উনি এখনও বেঁচে আছেন, অযথা আতঙ্ক ছড়াবেন না।”

এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্রকে নিয়ে নানা গুজব ও জল্পনা ছড়াচ্ছে। কেউ কেউ আগেভাগেই তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানাতে শুরু করেছেন, যা নিয়ে অধিকাংশের মনেই ক্ষোভ দেখা দিয়েছে। অনেকে বলছেন, “যে মানুষ এত বছর ধরে আমাদের বিনোদন দিয়েছেন, তাঁর জন্য অন্তত কিছুটা সম্মান দেখানো উচিত।”

এরই মধ্যে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন (IFTDA) এই ভুয়ো খবরের নিন্দা করে এক বিবৃতি জারি করেছে। বিবৃতিতে বলা হয়, “ধর্মেন্দ্র কেবল একজন অভিনেতা নন, তিনি এক আবেগ, মানবতার প্রতীক। তাঁর সম্পর্কে এই ধরনের মিথ্যা সংবাদ ছড়ানো শুধু তাঁকে নয়, বরং তাঁকে পছন্দ করা কোটি কোটি ভারতীয়কে আঘাত করা।” যদিও এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ধর্মেন্দ্র। পরিবারের তরফ থেকে একাধিকবার জানানো হয়েছে, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। যদিও হাসপাতাল ও বাড়ির চত্বরে নিরাপত্তার যে ছবি সামনে উঠে আসছে তা দেখে একশ্রেণির মনে স্বস্তি ফিরছে না কিছুতেই।