ধর্মাত্মা - ১৯৭৫ সালে তৈরি এই ছবিটিই প্রথম হিন্দি ছবি, যেটি আফগানিস্তানে শুটিং হয়েছিল। ছবিতে অভিনয় করেছিলেন হেমা মালিনী, রেখা, ফিরোজ খান, প্রেমনাথ, ড্যানি ডেনজংপা, দারা সিংয়ের মতো বহু বলি তারকা। ছবির পরিচালক ছিলেন ফিরোজ খান।
আফগানিস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে হেমা বলেছেন, "খুবই সুন্দর জায়গা কাবুল। আমাদের শুটিং করতে কোনও অসুবিধে হয়নি।"
খুদা গাওয়া - ১৯৯২ সালে আফগানিস্তানেই তৈরি হয় আরও একটি হিন্দি ছবি 'খুদা গাওয়া'। মুকুল এস আনন্দ পরিচালিত ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, শ্রীদেবী, নাগার্জুনা ও ড্যানি ডেনজংপা।
আফগানিস্তান সম্পর্কে কথা বলতে গিয়ে অমিতাভ একবার বলেছিলেন, "আফগানের মানুষরা খুবই অভিজাত।"
কাবুল এক্সপ্রেস - জন আব্রাহাম, আর্শাদ ওয়ার্সি অভিনীত কাবুল এক্সপ্রেস ছবিটি মুক্তি পায় ২০০৬ সালে। ছবির পরিচালক কবীর খান। যিনি আফগানিস্তানের উপর বহু তথ্যচিত্র তৈরি করেছেন অতীতে। তালিবান পূর্ব রাজত্বের পর আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ছবিটি তৈরি করেছিলেন কবীর। বন্ধু রজত কাপুরের সঙ্গে ভাগ করে নেওয়া অভিজ্ঞতা নিয়েই 'কাবুল এক্সপ্রেস'।
তোরবাজ - আফগানিস্তানে শিশু বম্বারদের নিয়ে একটি ছবি তৈরি করেছিলেন পরিচালক গিরিশ মালিক। ছবিতে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত ও নার্গিস ফাকরি।
জানাশিন - ১৯৭৫ সালে 'ধর্মাত্মা' ছবি তৈরির পর, ২০০৩ সালে ফের আফগানিস্তানের উপর ছবি তৈরি করেন ফিরোজ খান। ছেলে ফার্দিন খানকে নায়কের আসনে বসিয়েছিলেন 'জানাশিন' ছবিতে। বিপরীতে ছিলেন অভিনেত্রী সেলিনা জেটলি।