সইফ আলি খান উপর হামলার ঘটনার পর এমনিতেই তটস্থ টিনসেল টাউনের সবাই। উত্তেজনা তুঙ্গে। এর মাঝেই আরও এক খারাপ খবর। মাত্র ২২ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা আমান জয়সওয়াল।’ধরতি পুত্র নন্দিনী’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে তাঁকে অভিনয় করতে দেখেছেন দর্শক। এই খবরটি নিশ্চিত করেছেন ধারাবাহিকের লেখক ধীরজ মিশ্র। তিনি জানান, একটি অডিশন দিতে যাচ্ছিলেন আমন। রাস্তায় যাওয়ার সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় নায়কের বাইকের। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার আধ ঘণ্টার মধ্যে মৃত্যু হয় তাঁর।
ধীরজ মিশ্র সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “তুমি আমাদের স্মৃতিতে বেঁচে থাকবে। ঈশ্বর কতটা নিষ্ঠুর হতে পারেন, আজ তোমার মৃত্যু আমাদের উপলব্ধি করিয়েছে। বিদায়।” আমানের অকাল মৃত্যুতে তাঁর ভক্তরা শোকাহত। উত্তরপ্রদেশের বালিয়ারের ছেলে আমান ‘ধরতি পুত্র নন্দিনী’ সিরিয়ালে রামায়ণের সীতা খ্যাত দীপিকা চিখলিয়ার ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন। এছাড়াও, সোনি টিভির ‘পুণ্যশ্লোক অহল্যাবাঈ’ সিরিয়ালে যশবন্ত রাও ফানসের চরিত্রে এবং ‘উডারিয়াঁ’ শোতেও কাজ করেছেন। মডেল হিসেবে তার কেরিয়ার শুরু হয়েছিল এবং টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তার উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা ছিল, কিন্তু দুর্ঘটনায় তা হঠাৎ থেমে গেল।