দেশে করোনা সংক্রমণ হু হু বাড়ছে। দ্বিতীয় দফায় করোনা-গ্রাফ ঊর্ধমুখী। মহারাষ্ট্রের বেশ কিছু জায়গায় ফের লক ডাউন শুরু হয়েছে। এরই মধ্যে হোলির আর্বিভাব। প্রতি বছরই রঙের উৎসবে মাতে গোটা বলিউড। বলি পাড়া রঙিন হয়ে ওঠে। কিন্তু এবারের হোলির চিত্রটা অনেকটাই আলাদা। বহু বলি তারকা এখন কোভিড আক্রান্ত। রঙের উৎসবে ফ্যাকাশে বলিউড। একের পর এক বলি তারকারা বাড়িতে থেকে হোলি উদযাপনের আর্জি জানিয়েছেন। এই লিস্টে নাম লেখালেন অভিষেক বচ্চন।
প্রতি বছরের মত এ বছর আর সেইভাবে হোলি খেলা হবে না অভিযেক বচ্চনের। হোলি খেলাকে মিস করছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় বিগত কোনও এক বছরের হোলি খেলার ছবি পোস্ট করে স্মৃতিমেদুরতায় ডুব দিয়েছেন অভিনেতা। ছবিতে দেখা যাচ্ছে ঐশ্বর্যা এবং আরাধ্যার সঙ্গে রঙ খেলায় মশগুল অভিষেক। এই ছবি পোস্ট করে খানিকটা নস্ট্যালজিক অভিষেক। তিনি ছবি পোস্ট করে লিখেছেন, “ সবাইকে হোলির শুভেচ্ছা। কিন্তু করোনা সংক্রমণ ক্রমশই বাড়ছে, আমাদের সবাইকেই সর্তকতা অবলম্বন করতে হবে। বাড়িতে থেকে অত্যন্ত সুষ্ঠভাবে হোলি উৎযাপন করুন। বাড়িতে থাকুন, বড়দের আর্শীবাদ নিন আর গুজিয়া খেয়ে হোলি কাটান।” শুধু অভিষেক নয়, অমিতাভ বচ্চনও সোশ্যাল মিডিয়ায় হোলি খেলার স্মৃতিমেদুর ছবি পোস্ট করেছেন। বোঝাই যাচ্ছে, বাপ-ব্যাটায় দু’জনেই হোলি খেলাকে মিস করছেন।
আরও পড়ুন:বাড়িতে থেকে হোলি সেলিব্রেট করার বার্তা প্রিয়াঙ্কা চোপড়ার
অভিষেক বচ্চন এখন দারুণ ব্যস্ত। একের পর এক ছবি করছেন তিনি।এই মুহূর্তে পরিচালক তুষার জলটার ‘দশভি’র শুটিং করছেন তিনি। এই ছবিতে অশিক্ষিত, দুনীর্তিগ্রস্থ মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন অভিষেক।