AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুধু ভালবাসা নয়, কাজলের সঙ্গে বিয়ে টিকিয়ে রাখার মন্ত্র কী? জানালেন অজয়

Kajol-Ajay Relationship: উত্তর শুধু দিতে পারেন অজয়-কাজলই। সংসারের জন্য একটা সময় দীর্ঘ ত্যাগ স্বীকার করেছিলেন কাজল। বিনোদন জগতে থেকে বেশ কিছু বছরের জন্য সরে গিয়েছিলেন। যদিও দাপটের সঙ্গে আজও অজয় দেবগণ রাজস্ত করে চলেছেন বড়পর্দায়। 

শুধু ভালবাসা নয়, কাজলের সঙ্গে বিয়ে টিকিয়ে রাখার মন্ত্র কী? জানালেন অজয়
| Updated on: Jan 21, 2024 | 3:33 PM
Share

বলিউডের অন্যতম সেলেব জুটি কাজল ও অজয় দেবগণ বারবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন। ১৯৯৯ সালে ২৪ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। তাঁরা বিয়ে করেছেন আজ দেখতে দেখতে ২৫ বছর হতে চলল। দুই সন্তানের বাবা-মা তাঁরা। এক কথায় সুখী গৃহস্থ জীবন। মাঝে-মধ্যে তাঁদের এই সুখী গৃহকোণে যে ঝড় ওঠে না, তাও নয়। তারপরও এত বছর তাঁদের দাম্পত্য টিকে থাকার রহস্য কী? এই প্রশ্ন অনেকের মনেই ওঠে। এর উত্তর শুধু দিতে পারেন অজয়-কাজলই। সংসারের জন্য একটা সময় দীর্ঘ ত্যাগ স্বীকার করেছিলেন কাজল। বিনোদন জগতে থেকে বেশ কিছু বছরের জন্য সরে গিয়েছিলেন। যদিও দাপটের সঙ্গে আজও অজয় দেবগণ রাজস্ত করে চলেছেন বড়পর্দায়।

এক ছবির প্রচারে একবার সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় অজয় দেবগণ ও কাজলকে।  তাঁদের দীর্ঘ বিবাহিত জীবনের রহস্য কী? “শুধু ভালবাসা তো নয়, এ কথা বলতেই পারি”, এক কথায় জবাব কাজল স্বামীর। তাহলে কীভাবে টিকে থাকে একটি বিয়ে? তাঁর মত, প্রথমে ভালবাসা থাকলেও পরবর্তী সময়ে তা অন্য আরও বিষয়ে পরিবর্তিত হয়। যেমন, যত্ন আর দায়-দায়িত্ব-এগুলো থাকলেই বিয়ে টিকে যায়।

একটা সফল বিয়ের গোপন রহস্য আসলে বোঝাপড়া। তিনি যোগ করলেন, “দুটো মানুষের মানসিকতা সব সময় একরকম হয় না। সব বিয়েতেই ওঠা-পড়া থাকে। সেগুলোকে দূরে সরিয়ে এগিয়ে যেতে হবে। ভুল করলে অপরজনের কাছে ক্ষমা চাইতে হবে। আর সব থেকে বড় বিষয় বিয়ের মধ্যে ইগো থাকলে চলবে না। সমস্যা থাকবে। সেগুলোকে বসে মিটিয়ে নিতে হবে”। অজয়ে বক্তব্য অনুযায়ী তাঁর আর কাজলের মধ্যে কখনও সিনেমার মতো রোম্যান্স ছিল না। কাজের সূত্রে আলাপ, বন্ধুত্ব। আর তারপর বিয়ে। কখনও তাঁদের আলাদা করে প্রোপজ করারও দরকার পড়েনি। কারণ তাঁদের মধ্যে খুব সুন্দর বোঝাপড়া রয়েছে। সময়ের সঙ্গে এই বোঝাপড়া আরও বেড়েছে।