সব ছবি ফ্লপ, ভরাডুবির হাত থেকে কী ভাবে বেঁচেছিলেন সলমন?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Sep 25, 2024 | 3:59 PM

সলমন খানের জীবনে বিতর্কের শেষ নেই। উত্থান আর পতন নায়কের সব কিছুই অনুরাগীদের চোখের সামনে ঘটে। তাই সেই মতো আলোচনাও হয়। এই যেমন একটা সময় সলমনের একটা ছবিও বক্স অফিসে চলছিল না। বর্তমানে যে নায়কের ছবি নিয়ে সিনেমা হলে রীতিমতো নাচানাচি চলে। সেই নায়কই বহু দিন সাফল্যের মুখ দেখেননি।

সব ছবি ফ্লপ, ভরাডুবির হাত থেকে কী ভাবে বেঁচেছিলেন সলমন?

Follow Us

সলমন খানের জীবনে বিতর্কের শেষ নেই। উত্থান আর পতন নায়কের সব কিছুই অনুরাগীদের চোখের সামনে ঘটে। তাই সেই মতো আলোচনাও হয়। এই যেমন একটা সময় সলমনের একটা ছবিও বক্স অফিসে চলছিল না। বর্তমানে যে নায়কের ছবি নিয়ে সিনেমা হলে রীতিমতো নাচানাচি চলে। সেই নায়কই বহু দিন সাফল্যের মুখ দেখেননি। কোটি কোটি টাকার ক্ষতি হয়েছিল তাঁর। সে সময় কী ভাবে উদ্ধার হয়েছিলেন তিনি। ২০০৪ সাল থেকে ২০০৬ পর্যন্ত টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন নায়ক।গর্ব: প্রাইড অ্যান্ড অনার’, ‘মুঝসে শাদি করোগি’, ‘ফির মিলেঙ্গে’, ‘দিল নে জিসে অপনা কঁহা’, ‘লাকি: টাইম ফর লাভ’ মুক্তি পেয়েছিল এই সময়। কিন্তু কোনও ছবিও লাভের মুখ দেখেনি সে সময়।

অনেকেই মনে করেন নায়কের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল সেটাই। কোটি কোটি টাকার ক্ষতি হয়েছিল তাঁর। মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন সলমন। সেই সময় এই একটাই ছবি তাঁর ভাগ্য পাল্টে দেয়। গোবিন্দা, লারা দত্ত এবং ক্যাটরিনা কইফ অভিনীত পার্টনার ছবিতে নায়কের চরিত্রে দেখা গিয়েছিল সলমনকে। সেই ছবিই তাঁর জীবন বদলে দেয়। বক্স অফিসে সাড়া ফেলে। এমনকি বিভিন্ন মহলে প্রশংসিতও হয়েছিলেন তিনি। সে সময় বক্স অফিসে প্রায় ১০০.৯১ কোটি টাকার ব্যবসা করেছিল তাঁর ছবি। বলা হয় সেই ছবিই তাঁর জীবনে সেকেন্ড ইনিংস বলে ধরা হয়।

Next Article