দক্ষিণ কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে পড়ার সময়ই অভিনয়ে হাতেখড়ি হয়েছিল অভিনেত্রী মধুমিতা সরকারের। সেই সময় একটি চ্যানেলে (সেই চ্যানেল এখন আর নেই যদিও) সম্প্রচারিত ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকে অভিনয় করা শুরু করেছিলেন মধুমিতা। তারপর সেই স্কুলে পড়ার সময়ই ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে অভিনয় করে রাতারাতি ‘পাখি’ নামে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন মধুমিতা। সেই মধুমিতা অভিনয় করেছেন ‘কুসুম দোলা’তেও। ওয়েব সিরিজ়ে অভিনয় করেও আলোচিত হয়েছেন। সম্প্রতি তাঁর মধ্যে কিছু পরিবর্তন এসেছে।
‘সবিনয় নিবেদন’ সিরিয়ালে তাঁর নায়ক সৌরভ চক্রবর্তীকে ভালবেসে বিয়ে করেছিলেন মধুমিতা। অনেকগুলো বছর সুখে সংসারও করেছিলেন তাঁরা। তারপরই বিবাহবিচ্ছেদ ঘটে দুই তারকার। সাজানো সংসার ভেঙে যায় তাঁদের। একাকী মধুমিতার সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যায় অভিনেতা সৌরভ দাসেরও। কিন্তু সে সবই এখন অতীত। মধুমিতা নিজের শর্তে জীবন কাটান এখন। নিজেই সোলো ট্রিপে বেরিয়ে পড়েন। এখন শিব ঠাকুরের ভক্ত হয়েছেন তিনি।
গলায় রুদ্রাক্ষ পরেন মধুমিতা। এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জারকে দেওয়া সাক্ষাৎকারে মধুমিতা বলেছেন, তিনি শিবঠাকুরের ভক্ত হয়ে গিয়েছেন। এবং ভক্ত তিনি হয়েছেন ইন্টারনেটে শিবের ব্যাপারে অনেককিছু পড়ে। জীবনের এই আধ্যাত্মিক মোড় দারুণ উপভোগ করছেন মধুমিতা।