অনেক দিন ধরেই অম্বানিদের অন্দরের সমীকরণ নিয়ে আলোচনা চলছে। শোনা যাচ্ছে, ছোট ছেলে অনন্ত অম্বানির বিয়ের পর টালমাটাল শুরু হয়েছে তাঁদের সংসারে। এবার ডুয়া লিপার কনসার্টেও যেন সেই ছবিই ধরা পড়ল। এ দিন ডুয়া লিপার কনসার্ট শুনতে গিয়েছিলেন বলিউডের অনেকেই। সুহানা খান থেকে অম্বানি পরিবারের ছোট বউমা রাধিকা মার্চেন্ট প্রত্যেকেই উপস্থিত হয়েছিলেন এই কনসার্টে।
নিরাপত্তারক্ষীদের নিয়ে রাধিকা কনসার্টে উপস্থিত হলেও তাঁর সঙ্গে দেখা যায়নি পরিবারের কাউকে তার পরেই ফিসফাস আরও খানিকটা বেড়েছে। তাহলে কি সত্যিই পরিবারের সকলের সঙ্গে দুরত্ব তৈরি হয়েছে রাধিকার? এই আলোচনা যে একেবারেই ভ্রান্ত তা নীতা অম্বানিকে দেখে কিছুটা হলেও আন্দাজ করা যায়। জানেন শাশুড়ি হিসাবে কেমন তিনি?
ছেলে-বৌমার সঙ্গে তাঁর পুরনো ছবি ছড়িয়ে পড়েছে চারিদিকে। ছেলের কপালে চুম্বন, বউমাকে জড়িয়ে ধরে স্নেহ নীতার। সকলে এই ভিডিয়ো দেখা মাত্রই সবাই প্রশংসা করেছেন নীতার। একবার প্রকাশ্যে তাঁকে বলতে শোনা যায়, যে পুত্রবধূ পরিবারের মেয়ে। তাঁর স্নেহতেও সেই এই ছবি বারবার সামনে উঠে আসতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর সেখানেই নেটিজেনদের মত, শাশুড়ি সত্যি রাধিকার মায়ের মতোই। আগলে রাখে পরিবারের ছোটবউকে। উল্লেখ্য, বিয়ের পর থেকে সংসার ভাঙার অনেক আলোচনা হলেও তা যে সত্য নয় সেই প্রমাণ বার বার মিলেছে নানা ভিডিয়োয়।