মুখের ওপর সটান সোনাক্ষীকে ‘না’ রণবীরের, কী ফল হয়েছিল?

TV9 Bangla Digital | Edited By: উত্‍সা হাজরা

Jan 23, 2025 | 9:54 PM

সোনাক্ষীর থেকে জাহির বয়সে ছোট, সে নিয়ে কটাক্ষের শেষ নেই। তবে জানেন কি বয়সে ছোট না হয়েও বয়স্ক দেখতে লাগার কারণে সোনাক্ষীকে একদা রিজেক্ট করেছিলেন খোদ রণবীর কাপুর। বেশ কিছু বছর আগে, সোনাক্ষীর সঙ্গে এক ছবির করার প্রস্তাব যায় রণবীরের কাছে।

মুখের ওপর সটান সোনাক্ষীকে না রণবীরের, কী ফল হয়েছিল?

Follow Us

সোনাক্ষীর থেকে জাহির বয়সে ছোট, সে নিয়ে কটাক্ষের শেষ নেই। তবে জানেন কি বয়সে ছোট না হয়েও বয়স্ক দেখতে লাগার কারণে সোনাক্ষীকে একদা রিজেক্ট করেছিলেন খোদ রণবীর কাপুর। বেশ কিছু বছর আগে, সোনাক্ষীর সঙ্গে এক ছবির করার প্রস্তাব যায় রণবীরের কাছে। চিত্রনাট্যটি মন্দ লাগেনি রণবীরের। তবে সোনাক্ষীকে আছেন শুনে বেঁকে বসেন তিনি। প্রযোজকদের কাছে বারবার অনুরোধ করতে থাকেন নায়িকা বদলের জন্য। তাঁর যুক্তি ছিল সোনাক্ষী তাঁর থেকে বছর চারেকের ছোট হলেও তাঁকে নাকি দেখতে বয়স্ক লাগে।

দু’জনের জুটি হলে দর্শকের ভাল লাগবে না– এমনটাই মনে হয়েছিল তাঁর। তবে রণবীরের শর্ত মানতে চাননি প্রযোজকরা। নায়িকা বদল করতে চাননি তাঁরা। বাধ্য হয়ে রণবীরই সরে আসেন সেই ছবি থেকে। তবে ভাববেন না যে, রণবীর সরে এসেছিলেন বলে, ছবিটাই বন্ধ হয়ে গিয়েছিল। ছবিটি হয়েছিল। সোনাক্ষী অভিনয় করেছিলেন। সঙ্গে জুটি বেঁধেছিলেন বলিপাড়ার এক হ্যান্ডসাম হাঙ্ক। ভাবছেন তো, কোন ছবি? প্রযোজকরা সে নিয়ে মুখে কুলুপ আঁটলেও শোনা যায়, ছবিটি হল আর রাজকুমার। ওই ছবিতে সোনাক্ষীর বিপরীতে দেখা গিয়েছিল শাহিদ কাপুরকে। সোনাক্ষীর বিপরীতে মোটেও মন্দ লাগেনি শাহিদকে।

Next Article