‘এটার উত্তর কাঞ্চন ভাল দিতে পারবে…’, কোন বিষয়টা খুব ভাল পারেন শ্রীময়ী?

Sreemoyee: একটি ধারাবাহিকের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে শারীরিক অসুস্থতার জন্য তিনি তা করে উঠতে পারেননি। বর্তমানে সান বাংলার একটি ধারাবাহিকে কাজ করছেন শ্রীময়ী চট্টোরাজ।

'এটার উত্তর কাঞ্চন ভাল দিতে পারবে...', কোন বিষয়টা খুব ভাল পারেন শ্রীময়ী?
Follow Us:
| Updated on: Jan 07, 2025 | 4:13 PM

শ্রীময়ী চট্টোরাজ, টলিপাড়ার বর্তমানে অন্যতম চর্চিত নাম। যাঁকে নিয়ে নিত্য আলোচনা থাকে তুঙ্গে। কখনও সম্পর্ক, কখনও সংসার, কখনও আবার সন্তান, সোশ্যাল মিডিয়ায় নিত্য শ্রীময়ীকে নিয়ে জল্পনা চলতেই থাকে। যদিও তা নিয়ে খুব একটা মাথা ঘামাননা অভিনেত্রী। চুটিয়ে সংসার করছেন বর্তমানে। পাশাপাশি মেয়েকে নিয়েও ব্যস্ত। তাই বলে অভিনয় থেকে সরে থাকা নয়। একটি ধারাবাহিকের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে শারীরিক অসুস্থতার জন্য তিনি তা করে উঠতে পারেননি। বর্তমানে সান বাংলার একটি ধারাবাহিকে কাজ করছেন শ্রীময়ী চট্টোরাজ।

এসভিএফ-এর সঙ্গে এক ব়্যাপিড ফায়ার রাউন্ডে নানা প্রসঙ্গে মুখ খোলেন তিনি। তারই মাঝে জানান, তিনি রান্নায় কেমন। উত্তরটা প্রাথমিকভাবে তিনি নিজেই দিয়ে দেন। রান্নাটা তিনি ভালই পারেন। তবে এর উত্তরটা তাঁর থেকে ভাল তাঁর স্বামী কাঞ্চন মল্লিকই দিতে পারবেন বলেও জানান। শ্রীময়ীর কথায়, ‘এটার উত্তর কাঞ্চন ভাল দিতে পারবে’।

View this post on Instagram

A post shared by SVF Stories (@svfstories)

প্রসঙ্গত, কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ সম্পর্কে আসার পর থেকেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। শত বিতর্কের মাঝেও নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করতে বিন্দুমাত্র কিন্তু বোধ করেননি তাঁরা। ট্রোলারদের বুড়ো আঙুল দেখিয়ে চুটিয়ে সংসার করে চলেছেন এই জুটি। যদিও শ্রীময়ী কাঞ্চনের সম্পর্ক নিয়ে জলঘোলা বর্তমানে অনেকাংশেই কমেছে। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এই জুটি নিত্যনিদ নানা পোস্টের মাধ্যমে নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। তবে একটা পোস্টেরই অপেক্ষায় এখন পলক গুনছেন অনুরাগীরা। তা হল কৃষভির ছবি। এখন শ্রীময়ী-কাঞ্চন কন্যার দেখা মেলেনি।