হত্বিক রোশন প্রথম থেকেই নিজের কাজ নিয়ে বিশেষ সচেতন। প্রতিটা চরিত্রের ক্ষেত্রেই নিজের কাজ সম্পর্কে তিনি বিশেষ যত্নশীল হয়ে ওঠেন, তা আর দর্শকদের আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কারণ হৃত্বিক রোশন সর্বদাই নিজেকে ভেঙে নয়া চরিত্র হয়ে উঠতে দেখা যায়। তবে একটা সময় ছিল যখন হৃত্বিক রোশন ফ্লপের মুখোমুখি হয়েছিলেন, তবে তাঁর দর্শকদের বিশ্বাস ছিল তিনি ফিরবেন। ঠিক তাই হয়। কিছুটা বিরতীর পর হৃত্বিক রোশনের কামব্যাক ছবি সুপার ৩০ ঝড় তোলে দর্শক মহলে। অগ্নীপথ তাঁর কেরিয়ারের মাঝে অন্যতম চর্চিত ছবি হলেও সুপার ৩০ তাঁকে যে পর্যায় নিয়ে যায়, তা এক কথায় তাক লাগায় দর্শকদের। ঝড়ের গতিতে ভাইরাল হয় হৃত্বিকের সেই লুক।
তারপর ওয়ার, বিক্রম ভেদা, হৃত্বিকের তাক লাগানো উপস্থিতি সকলকে অবাক করেছিল। এবার পালা ফাইটার ছবির। ওয়ার লুকে ধরা দেবেন হৃত্বিক, তা জানা ছিল অনেকেরই, তবে ফাইটার যে বক্স অফিসে সেভাবে এখনও পসার জমাতে পারেনি। তবে হৃত্বিক কোনও খামতি রাখেননি তাঁর চরিত্র বিন্যাসের ক্ষেত্রে। এই ছবিতে মোট তিন লুক ছিল হৃত্বিক রোশনের।
আর সেই সকল লুকের পারফেক্ট শট আনতে গিয়ে হৃত্বিক রোশন, যিনি ধূমপান করেন না, তাঁকে ধূমপান অভ্যাস করতে হয়। আর তাতেই বিপত্তি। মাঝে গরমের কারণে কিছুদিনের গ্যাপ পান হৃত্বিক রোশন। তবে ধুমপানের শরীরী ভঙ্গী বজায় রাখার জন্য তিনি ধূমপান চালিয়ে যান। একটা সময় শট পারফেক্ট হলেও শেষ পর্যন্ত ধূমপান তিনি কীভাবে ছাড়বেন বুঝতে পারছিলেন না। একটা দীর্ঘ সময় ধরে তিনি নিজেকে নানা খাবারের অপশন দিতেন। তবুও তাঁর মন মানত না। হৃত্বিক সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, আমরা কোনও কিছু শুরু করার আগে প্ল্যান তো করি, কিন্তু সেখান থেকে কীভাবে বেরবো, তার প্ল্যান সব সময় থাকে না।