ছাদ থেকে পড়ছে জল, পোশাক নেই, হৃত্বিকের অবস্থা দেখে বাধ্য হয়েছিলেন ডাব্বু এই কাজ করতে

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jan 22, 2024 | 8:00 PM

Hrithik Untold Story: তখন তিনি স্টার নন। প্রথম ছবি মুক্তি পায়নি। সেই সময় হৃত্বিক রোশন যোগাযোগ করেছিলেন বলিউডের জনপ্রিয় ফোটোগ্রাফার ডাব্বু রতনানির সঙ্গে। তখন ঠিক কী ঘটে, সম্প্রতি এক সাক্ষাৎকারে সবটাই খোলসা করেন ডাব্বু।

ছাদ থেকে পড়ছে জল, পোশাক নেই, হৃত্বিকের অবস্থা দেখে বাধ্য হয়েছিলেন ডাব্বু এই কাজ করতে

Follow Us

হৃত্বিক রোশন, বলিউডের অন্যতম চর্চিত স্টার। যাঁকে নিয়ে বিভিন্ন ক্ষেত্রে চর্চা থাকে তুঙ্গে। দিন দিন বয়স যেন এক ধাক্কায় কমে যাচ্ছে। বলিপাড়ার এই গ্রীকগড একটা সময় কঠিন পরিস্থিতির মুখে পড়েছিলেন। তখন তিনি স্টার নন। প্রথম ছবি মুক্তি পায়নি। সেই সময় হৃত্বিক রোশন যোগাযোগ করেছিলেন বলিউডের জনপ্রিয় ফোটোগ্রাফার ডাব্বু রতনানির সঙ্গে। তখন ঠিক কী ঘটে, সম্প্রতি এক সাক্ষাৎকারে সবটাই খোলসা করেন ডাব্বু। তখন ডাব্বু রতনানি নাম করে গিয়েছেন। তবে নিজের স্টুডিও সাজিয়ে উঠতে পারেননি। হঠাৎ তাঁর সঙ্গে যোগাযোগ করেন হৃত্বিক রোশন। তিনি ডাব্বু রতনানিকে জানতে দেননি যে তিনি রাকেশ রোশনের ছেলে।

ডাব্বু জানান, হঠাৎ একদিন একটা ফোন পান তিনি। বিপরীত থেকে হৃত্বিক অনুরোধ করেন তিনি ছবি তুলতে চান। ডাব্বুর কাছে তখন স্টুডিও ছিল না। তিনি স্থির করেন যে বাইরে কোথাও শুট করা হবে। তাতেই রাজি হয়ে যান হৃত্বিক। কিন্তু জানিয়েছিলেন তিনি কিছু দিন পর টাকা দিতে পারবেন। ডাব্বু ফেরাননি তাঁকে। হৃত্বিককে বলেন কিছু ভাল পোশাক নিয়ে আসতে। হৃত্বিক যা এনেছিলেন তা ডাব্বুর পছন্দ হয় না। তিনি তাঁর বন্ধুর থেকে একটি কোট ধার নিয়ে আসেন। এখানেই শেষ নয়। পাশাপাশি তিনি স্থির করেন, হৃত্বিকের সঙ্গে দেখা করে কথা বলবেন। হৃত্বিক তাঁকে চিনতেন। কারণ হৃত্বিক রোশনের স্কুলের সিনিয়র ছিলেন ডাব্বু রতনানি।

ডাব্বু বলে চলেন, সেদিন হৃত্বিক এসেছিলেন সেটে। তবে বাইরে বৃষ্টি পড়ছিল। শুট কোথায় হবে তিনি বুঝতে পারছিলেন না। এমন সময় হঠাৎ ডাব্বু বলেছিলেন, যদি শুট বাতিল করে অন্যদিন করা যায়। তাতে রাজি হননি হৃত্বিক। তিনি স্পষ্ট জানিয়েছিলেন তিনি দেরি করতে পারবেন না। তখন ডাব্বুর স্টুডিও সবে মাত্র তৈরি হচ্ছে। ছাদে কাজ চলছে। বৃষ্টির জল পড়ছে। তারই মধ্যে শুরু হল শুট। ডাব্বুর কথায়, ”সেদিন তিন থেকে চারটে শট নেওয়ার পরই বুঝে গিয়েছিলাম, ইনি স্টার হতে চলেছেন। তাই হল।”