Sidharth Malhotra: শুটিং করতে গিয়ে আহত হয়েছেন সিদ্ধার্থ, নিজেই সেই ছবি ভাগ করলেন

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

May 15, 2022 | 11:25 PM

Sidharth Malhotr: গত বছর সিদ্ধার্থ শেরশাহ ছবির মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে ডেবিউ করেন। যেখানে তিনি ক্যাপ্টেন বিক্রম বতরার ভূমিকায় অভিনয় করেন।

Sidharth Malhotra: শুটিং করতে গিয়ে আহত হয়েছেন সিদ্ধার্থ, নিজেই সেই ছবি ভাগ করলেন
'ইন্ডিয়ান পুলিশ ফোরস' সিরিজে সিদ্ধার্থ-রোহিত

Follow Us

আহত হয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra)। সেই ছবি সেলফি তুলে নিজেই ভাগ করলেন সোশ্যাল মিডিয়াতে। সত্যি না, সিনেমার দৃশ্য?  সত্যিই তিনি আহত হয়েছেন। রোহিত শেট্টি (Rohit Shetty) পরিচালিত ওয়েব সিরিজ ইন্ডিয়ান পুলিশ ফোরস-এর শুটিং হচ্ছে গোয়াতে। সেখানেই একটা অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে আহত হয়েছেন সিদ্ধার্থ। সেই ছবিই তিনি দিয়েছেন, তাঁর সেই সেলফিতে সঙ্গে রয়েছেন পরিচালকও। স্টিল ছবির পাশাপাশি ছবির সেট থেকে একটা ভিডিয়োও ভাগ করেছেন অভিনেতা। যেখানে রোহিত একটি অ্যাকশন দৃশ্যের ছবির শুটিং করছেন, আর সিদ্ধার্থ সেই দৃ্শ্যের অংশ। শুট করতে করতে আহত হন তিনি। তিনি পোস্টের সঙ্গে ক্যাপশন দেন, সত্যি কতটা রক্ত, ঘাম ঝড়াচ্ছেন তিনি সিরিজের জন্য।

 

সিদ্ধার্থের এই পোস্ট দেখে এক অনুরাগী লেখেন, “কঠিন পরিশ্রম কখনও বিফলে যায় না”। অন্য একজন বলেছেন, “এটা খুব ভাল, কিন্তু আপনি নিজের খেয়াল রাখবেন”। রোহিত শেট্টিও ইন্ডিয়ান পুলিশ ফোরস সেটের ছবি পোস্ট করেছেন। যেখানে তাঁকে দেখা যাচ্ছে চলন্ত বোটের মধ্যে শুয়ে তিনি সিরিজের দৃশ্য শুট করছেন।

প্রথমবার রোহিত এবং সিদ্ধার্থ কাজ করছেন। শিল্পা শেট্টি, বিবেক ওয়েবও রয়েছেন এই সিরিজে। গত বছর সিদ্ধার্থ শেরশাহ ছবির মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে ডেবিউ করেন। যেখানে তিনি ক্যাপ্টেন বিক্রম বতরার ভূমিকায় অভিনয় করেন। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন কিয়ারা আডবাণী। এইখান থেকেই তাঁদের সম্পর্ক শুরু বলেই মনে করা হয়। এই সিরিজ ছাড়া সিদ্ধার্থ অভিনয় করছেন মিশন মজনু ছবি। যেখানে তাঁর বিপরীতে হিন্দি ছবিতে ডেবিউ করছেন পুষ্পা খ্যাত রশ্মিকা মনদানা।

 

 

 

 

 

 

Next Article