আমি খুশি যে আমি শুধুমাত্র বলি-তারকা নই, তার থেকেও বেশি: জুহি চাওলা 

Feb 07, 2021 | 10:11 AM

শুধুমাত্র বলিউডই যে তাঁর সাম্রাজ্য, এমনটা নয়। ৯০ দশকের হার্টথ্রব জুহি চাওলার ব্যপ্তি তার চেয়েও বেশি। আর সে কারণেই তিনি খুশি, আনন্দিত। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন অভিনেত্রী। কুড়ি বছরেরও বেশি সময় ধরে সিনেমা জগতে দাপিয়ে বেড়ানোর পর বিগত বেশ কয়েক বছর ধরে সমাজ এবং পরিবেশ নিয়ে সরব জুহি। প্লাস্টিক দূষণের বিরুদ্ধে করছেন লাগাতার ক্যাম্পেন। মনোনিয়োগ করেছে […]

আমি খুশি যে আমি শুধুমাত্র বলি-তারকা নই, তার থেকেও বেশি: জুহি চাওলা 
জুহি চাওলা।

Follow Us

শুধুমাত্র বলিউডই যে তাঁর সাম্রাজ্য, এমনটা নয়। ৯০ দশকের হার্টথ্রব জুহি চাওলার ব্যপ্তি তার চেয়েও বেশি। আর সে কারণেই তিনি খুশি, আনন্দিত। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন অভিনেত্রী। কুড়ি বছরেরও বেশি সময় ধরে সিনেমা জগতে দাপিয়ে বেড়ানোর পর বিগত বেশ কয়েক বছর ধরে সমাজ এবং পরিবেশ নিয়ে সরব জুহি। প্লাস্টিক দূষণের বিরুদ্ধে করছেন লাগাতার ক্যাম্পেন। মনোনিয়োগ করেছে অরগানিক চাষবাসেও। জুহির কথায়, “গত কয়েক বছর আমার পছন্দের জায়গাগুলিতে বেশ পরিবর্তন এসেছে। পরিবেশ সম্পর্কে অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি যা আমার অন্তরাত্মাকে নাড়িয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সাক্ষাৎকারে আমার মতামত ব্যক্ত করা শুরু করেছি।”

আর সে কারণেই জুহি এখন পুরদস্তুর পরিবেশবিদ। ফিল্মি দুনিয়া থেকে সরে গিয়ে এখন তাঁর দিন কাটে পোরবন্দরের ‘গুরুকুল’-এ। এই যাত্রাপথে এমন অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে তাঁর যারা জুহির মতোই ভাবেন। পরিবেশকে আরও সুন্দর করে গড়তে চান। জুহি বলেন, “যা তুমি ভালবাস তাই যদি তুমি করা সুযোগ পাও তখন তা আর কাজ বলে মনে হয় না। তোমার কাজের প্রতি ভালবাসাই প্রতি সকালে ঘুম ভাঙিয়ে দেয় তোমার। আমি খুশি আমি কেবল সিনেমার স্টার নেই।” তবে বলিউডের কাছে তিনি কৃতজ্ঞ। বলিউড এবন সিনেমাই তাঁকে পরিচিতি দিয়েছে। মানুষের ভালবাসা দিয়েছে।  আর সে কারণেই মানুষের কাছে গিয়ে পরিবেশ এবং সমাজের সমস্যা তুলে ধরার কাজ আরও সহজ হয়েছে বলে মনে করেন জুহি।

 

তা হলে কি বলিউডে আর ফিরবেন না তিনি? জুহির জবাব, “সেলিব্রিটি হওয়া হয়তো আমার ভাগ্যে ছিলে যাতে করে মানুষের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে পারি…কাজ করতে পারি এবং মানুষকে সেই ব্যাপারে শুনতে উদ্বুদ্ধ করতে পারি। তবে একই সঙ্গে কোনও চ্যালেঞ্জিং রোল, সুন্দর স্ক্রিপ্ট পেলে মানুষকে বিনোদন প্রদান করতেও ভাল লাগবে আমার। সামান্য হলেও নিজের মতো করে সমাজ এবং পরিবেশের পরিবর্তন করতে চাই আমি।”

জুহিকে শেষ দেখা গিয়েছিল রাজকুমার রাও এবং সোনম কাপুর অভিনীত ছবি ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ ছবিতে। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে।

 

Next Article