টুইটারে ফের ট্রেন্ডিং শেহনাজ গিল। এ বার প্রীতি জিন্টা অভিনীত আইকনিক ছবি ‘মিশন কাশ্মীর’এর জনপ্রিয় গান ‘বুমরো বুমরো’র সঙ্গে নেচে চর্চায় ‘পঞ্জাবের ক্যাটরিনা কইফ। ইতিমধ্যেই ভাইরাল সেই নাচ। হ্যাশট্যাগ ঘুরছে #বুমরো গার্ল শেহনাজ।
সম্প্রতি কাশ্মীর গিয়েছিলেন শেহনাজ। বরফ ঘেরা কাশ্মীরে, খোলা আকাশের নিচে কাশ্মীরি সাজে সেজেই ডান্স ভিডিয়ো করে টুইটারে শেয়ার করলেন অভিনেত্রী। শেয়ার করা মাত্রই তাতে লাইক কমেন্টসের বন্যা। কে বেশি ভাল? প্রীতি না শেহনাজ? তা নিয়েও চলতে থাকে বিস্তর আলোচনা। ভিডিয়ো শেয়ার করে শেহনাজ লেখেন, “যখন তুমি কাশ্মীরে তখন এ রকমটাই ক্রয়া উচিত। এই এপিক গানের সঙ্গে মর্ত্যের স্বর্গে আমায় নাচতেই হতো।”
When in Kashmir do it Their way! Had to dance on this epic song at the heaven on earth…#Kashmir ♥️ pic.twitter.com/43W9WCXOQR
— Shehnaaz Gill (@ishehnaaz_gill) February 6, 2021
বিগবসের ১৩ তম সিজনে সিদ্ধার্থ শুক্লার পাশপাশি অন্যতম জনপ্রিয় প্রতিযোগী ছিলেন শেহনাজ। তাঁর খোলামেলা কথাবার্তা, আদুরে স্বভাব ভাল লেগেছিল নেটিজেনদের। যদিও দ্বিমতও প্রকাশ করেছিলেন কেউ কেউ। অনেকে বলেছিলেন, ‘ শেহনাজ শো অফ’। সিজন জিততে না পারলেও বিগবসের পরে একরাশ জনপ্রিয়তা নিয়েই বাড়ি ফিরেছিলেন শেহনাজ। সেই জনপ্রিয়তায় যে এতটুকু ভাঁটা পড়েনি তা আরও একবার প্রমাণ করল সাম্প্রতিক টুইটার ট্রেন্ড।
Kashmir is heaven &
BUMRO GIRL SHEHNAAZ
is an angel ?❤️ pic.twitter.com/ImCXInMpxh— Navya✨ (@_naive_girl) February 6, 2021