পরবর্তী ছবি ‘লাল সিং চড্ডা’ নিয়ে মিস্টার পারফেকশনিস্ট (Aamir Khan) এখন ভীষণ ব্যস্ত। দিন-রাত এক করে শুধু কাজ করে যাচ্ছেন। টম হ্যাঙ্কস অভিনীত হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক এই ছবি।
আরও পড়ুন ক্যামেরা চললে আমি আর রণবীর ভাল হয়ে যাই: জ্যাকলিন
পরিচালনায় অদভেত চন্দন। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন করিনা কাপুর। আমিরের কাছে এই ছবি ড্রিম প্রোজেক্ট, এতটাই কাছের এ ছবি যে তিনি তাঁর ফোন অবধি বন্ধ রেখেছেন যেন কাজে মনযোগ দিতে অসুবিধে না হয়। এও শোনা যাচ্ছে, বড়দিনের আগে ছবির কাজ শেষ করতেই হবে, ঠিক করেছেন পরিচালক এবং অভিনেতা। এবং সে কারণে দিনরাত কাজ করছেন অদভেত এবং আমির।
সূত্রের খবর, “প্রায় প্রত্যেকদিন আমির খান এবং অদভেত ‘লাল সিং চড্ডা’-র এডিট টেবলে বসে, পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে চলেছেন। ক্রিসমাসের আগে ছবিটির কাজ শেষ করতে চাইছেন তাঁরা। আমির ভীষণ সিরিয়াস মোডে রয়েছেন এবং নিজের ফোন পর্যন্ত সু্ইচ অফ রেখেছেন যেন কোনওভাবে বিঘ্নতা না আসে।”
২০১৯ সালে আমিরের জন্মদিনে ‘লাল সিং চড্ডা’ ছবিটির ঘোষণা করা হয়। এবং তার পর থেকে তিনি একেবারে ছবিতেই ডুবে গিয়েছিলেন এবং এখনও তা-ই রয়েছেন। ‘থ্রি ইডিওটস’ এবং ‘তালাশ’-এর পর আবার অন স্ক্রিনে দেখা যাবে আমির-করিনা জুটিকে।