কোত্থেকে বাড়ি ফিরলেন অভিনেত্রী? ছবি পোস্ট করে জানালেন শ্রদ্ধা কাপুর

শুভঙ্কর চক্রবর্তী |

Feb 07, 2021 | 12:03 PM

গত বছরও শ্রদ্ধা অভিনীত দুটি ছবি রিলিজ করে। লকডাউনের সময়ও শ্রদ্ধা বেশ কয়েকটি স্ক্রিপ্ট পড়েছেন এবং অনলাইনে স্ক্রিপ্টও শুনেছেন। আন্দাজ করা যায় এ বছরও কম ছবি নেই শ্রদ্ধা কাপুরের ঝুলিতে ।তবে এখনই সেই সব ছবি নিয়ে মুখ খুলতে চাননি অভিনেত্রী।

কোত্থেকে বাড়ি ফিরলেন অভিনেত্রী? ছবি পোস্ট করে জানালেন শ্রদ্ধা কাপুর
শ্রদ্ধা।

Follow Us

একেবারে ফ্রেশ জুটি। একদিকে শ্রদ্ধা কাপুর তো অন্যদিকে রণবীর কাপুর। এই প্রথম দু’জনকে দেখা যাবে এক স্ক্রিনে। ঠিক যেদিন থেকে ছবির ঘোষণা হয়েছে সেদিন থেকে দর্শকদের এক্সাইটমেন্ট তুঙ্গে। ছবির নাম অবশ্য ঠিক হয়নি। পরিচালক লাভ রঞ্জন। যিনি এর আগে ‘পেয়ার কা পঞ্চনামা’, ‘সোনু কে টিটু কি সুইটি’, ‘ছালাং’-এর মতো ছবি করেছেন।

 

আরও পড়ুন কী এমন কাজ করছেন আমির যে দিনরাত এক করে দিতে হল!

 

 

 

দিল্লিতে পুরোদস্তুর চলছিল ছবির শুটিং। তবে এখন ছবির শুটিং শেষ করে শ্রদ্ধা কাপুর মুম্বইয়ে ফিরে এসেছেন। ছবির শুটিং নিয়ে ভীষণ উচ্ছ্বসিত শ্রদ্ধা। শুটিং শেষ করেই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানিয়ে দিয়েছেন শুটিং র‍্যাপ আপ হয়েছে। স্টোরিতে সেই ছবি শেয়ার করে শ্রদ্ধা লেখেন, ‘এক দারুণ শুটিং শিডিউলের র‍্যাপ আপ হল। এবার বাড়ি যাওয়ার পালা’

 

স্টোরিতে শেয়ার করা শ্রদ্ধার ছবি।

 

 

ছবিতে সাদা শার্ট, লুজ বেইজ রঙের প্যান্ট সঙ্গে রয়েছে ব্ল্যাক জ্যাকেট পরনে শ্রদ্ধার। রোমান্টিক কমেডি ছবিতে রয়েছেন শ্রদ্ধা এবং রণবীর। এবং সে কারণে হ্যাশট্যাগ শ্রবির নিয়ে সোশ্যল মিডিয়ায় পোস্ট শুরু করে দিয়েছেন ফ্যানেরা।

গত বছরও শ্রদ্ধা অভিনীত দুটি ছবি রিলিজ করে। লকডাউনের সময়ও শ্রদ্ধা বেশ কয়েকটি স্ক্রিপ্ট পড়েছেন এবং অনলাইনে স্ক্রিপ্টও শুনেছেন। আন্দাজ করা যায় এ বছরও কম ছবি নেই শ্রদ্ধা কাপুরের ঝুলিতে ।তবে এখনই সেই সব ছবি নিয়ে মুখ খুলতে চাননি অভিনেত্রী।

Next Article